• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জার্মান কাপের ফাইনালে মুখোমুখি লাইপজিগ-ফ্রাঙ্কফুর্ট

প্রকাশিত: জুন ৩, ২০২৩, ০৮:৫২ পিএম

জার্মান কাপের ফাইনালে মুখোমুখি লাইপজিগ-ফ্রাঙ্কফুর্ট

ক্রীড়া ডেস্ক

দেখতে দেখতে শেষ হওয়ার পথে ক্লাব ফুটবলের এবারের মৌসুম। এফএ কাপের মতো শনিবার পর্দা নামতে যাচ্ছে জার্মান কাপেরও। বার্লিনের অলিম্পিয়া স্তাদিওনে আরবি লাইপজিগ ও আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের ফাইনালের মধ্য দিয়েই শেষ হবে এফবি ফোকালের এবারের আসর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।

চলতি মৌসুমে রীতিমতো উড়ছে আরবি লাইপিজগ। শুরুর দিকে ছন্দে না থাকলেও শেষ ১০ ম্যাচে মাত্র ১টিতে হেরেছে জার্মান ক্লাবটি। বুন্দেসলিগায়ও টেবিলের তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে তারা। এ ছাড়া দলের ক্রিস্তোফার এনকুকু ও টিমো ভার্নাররাও আছেন দারুণ ছন্দে। এ মৌসুমে এখন পর্যন্ত ১৬ গোল করেছেন এনকুকু। লাইপজিগের সামনে তুলনামূলক সহজ প্রতিপক্ষ ফ্রাঙ্কফুর্ট। এ মৌসুমে শেষবারের দেখায় তাদের ২-১ গোলে হারিয়েছিল মার্কো রোসের শিষ্যরা। তাই কিছুটা নিশ্চিন্তই আছেন কোচ। 


এ মৌসুমে শিরোপা জিতলেই টানা দ্বিতীয়বারের মতো ডিএফবি পোকাল শিরোপা ঘরে তুলবে লাইপজিগ। স্বস্তির খবর আছে আরও, ম্যাচের আগে নেই কোনো ইনজুরির দুশ্চিন্তা। পূর্ণ শক্তির দলই মাঠে নামাতে পারবেন কোচ মার্কো রোস। সম্ভাব্য ৪-৪-২ ফরমেশনে মাঠে নামবে লাইপজিগ।
 
লাইপজিগ কঠিন প্রতিপক্ষ হলেও মুখোমুখি ১৫ বারের দেখায় সমান ৪ জয় আছে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের। এ ছাড়া ফ্রাঙ্কফুর্টের সামনে এটা শুধু শিরোপা পাওয়ার লড়াই নয়, এ ম্যাচের ওপর নির্ভর করছে তাদের ইউরোপা লিগের ভাগ্যও। এ মৌসুমে বুন্দিসলিগায় তেমন একটা ভালো ছন্দে ছিল না ওলিভার গ্রান্সলির শিষ্যরা। শেষ ৫ ম্যাচে মাত্র ২টিতে জয় পেয়েছে তারা। আছে টেবিলে সপ্তম স্থানে।

লাইপজিগের মতো ইনজুরির দুশ্চিন্তা নেই ফ্রাঙ্কফুর্ট শিবিরেও। পূর্ণ শক্তির দলই মাঠে নামাবেন কোচ ওলিভার। লাইপজিগের মতো সম্ভাব্য ৪-৪-২ ফরমেশনে মাঠে নামতে পারে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট।


এডিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ