• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ফের বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: জুন ১, ২০২৩, ১১:২৫ পিএম

ফের বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক

ব্যবসাভিত্তিক ম্যাগাজিন ফোর্বস সম্প্রপ্তি বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাবগুলোর একটি তালিকা প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের এই বিখ্যাত ম্যাগাজিনে ছয় দশমিক নয় বিলিয়ন ইউএস ডলার মূল্যমান নিয়ে তালিকার শীর্ষে জায়গা পেয়েছে রিয়াল মাদ্রিদ। ছয় বিলিয়ন ইউএস ডলার মূল্যমান নিয়ে তালিকার দুইয়ে অবস্থান ম্যানচেস্টার ইউনাইটেডের। তালিকায় এই প্রথমবার দুটি ক্লাব ৬ বিলিয়ন ডলারের অঙ্ক ছুঁয়ে রেকর্ড গড়েছে।

ব্র্যান্ড ভ্যালু টার্মটা বিশ্বজুড়ে জনপ্রিয়তার তুঙ্গে। নিশ্চয়ই এই টার্মটার সঙ্গে পরিচিত আপনিও । দৈনন্দিন যেকোনো সামগ্রী কেনার ক্ষেত্রেও ব্র্যান্ড ভ্যালুকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। গোল বলের খেলা ফুটবলেও যার প্রভাব অনেক। বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল টিম নির্বাচনেও এর প্রভাব লক্ষ্যণীয়। দলগুলোর ব্র্যান্ড ভ্যালু, মালিকানা, ফ্যানবেজসহ আরো কিছু বিষয় বিবেচনায় নিয়ে বিশ্বের সেরা ফুটবল দলের একটি তালিকা তৈরি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফোর্বস।

যুক্তরাষ্ট্রের ব্যবসাভিত্তিক ম্যাগাজিন ফোর্বসের সে তালিকার শীর্ষে জায়গা পেয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ফোর্বসের বিচারে রিয়ালের ভ্যালু দাঁড়িয়েছে ছয় দশমিক সাত বিলিয়ন ইউএস ডলার। গত বছরের তুলনায় যা ১৯ শতাংশ বেড়েছে।


ফোর্বসের বিচারে বিশ্বের সবচেয়ে মূল্যবান দলের তালিকায় দ্বিতীয় দল হিসেবে জায়গা হয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। সাম্প্রতিক সময়ে রেড ডেভিলদের মালিকানা কিনতে স্যার জিম র‌্যাটক্লিফ ও কাতারি ব্যবসায়ী শেখ জসিম বিডিংয়ে অংশ নিয়েছিলেন। চড়া দামে ক্লাবটি কিনতেও রাজি তারা। ফোর্বসের বিচারে ম্যানচেস্টার ইউনাইটেডের ভ্যালু ৬ বিলিয়ন ডলার। যা  গতবারের চেয়ে ৩০ শতাংশ বেশি।

ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদই এমন দুটি ক্লাব যারা প্রতিবার এই তালিকার সেরা পাঁচে জায়গা পেয়েছে।

এই তালিকার তিনে আছে আরেক স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। সম্প্রতি লা লিগার শিরোপা জিতে দারুণ ছন্দে আছে কাতালান ক্লাবটি। এ মৌসুমে তাদের মূল্যমান উঠেছে পাঁচ দশমিক পাঁচ এক বিলিয়ন ডলার। ফোর্বসের মূল্যবান ফুটবল দলের তালিকার চারে জায়গা করে নিয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল। ৫.২৯ বিলিয়ন ডলার ভ্যালু নিয়ে ছাড়িয়ে গেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে। পাঁচে আছে সিটিজেনরা। ৪.৯৯ বিলিয়ন ডলার মূল্য দাঁড়িয়েছে ক্লাবটির।

এছাড়াও, এই তালিকার ছয় ও সাতে আছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ও ফরাসি ক্লাব পিএসজি। মেসিদের ক্লাবের ভ্যালু ৪.২১ বিলিয়ন ডলার। আট, নয় ও দশে অবস্থান চেলসি, টটেনহ্যাম ও আর্সেনালের।

তালিকায় চমক হয়ে এসেছে মেজর লিগ সকারের ক্লাবগুলোর উত্থান। এবারের তালিকার সেরা ৩০ এ যুক্তরাষ্ট্রের সাতটি ক্লাব জায়গা পেয়েছে।


এডিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ