• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ঘোষণা হবে বিশ্বকাপের সূচি!

প্রকাশিত: মে ২৮, ২০২৩, ১০:৫৮ পিএম

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ঘোষণা হবে বিশ্বকাপের সূচি!

ক্রীড়া ডেস্ক

ঘনিয়ে আসছে ওয়ানডে বিশ্বকাপ। আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে গড়াবে এ টুর্নামেন্ট। যদিও এখনও সূচি প্রকাশ করা হয়নি। ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ বলেছেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সময় সূচি ঘোষণা করা হবে।

আগামী ৭ জুন ইংল্যান্ডে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। তখনই নাকি বিশ্বকাপ সূচি প্রকাশ করা হবে। এ সম্পর্কে জয় শাহ বলেন, ‘আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল চলাকালীন সংবাদ সম্মেলন করে আইসিসি ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু নির্ধারণ করবে। টুর্নামেন্টের সম্পূর্ণ সময় সূচিও প্রকাশ করা হবে।’


বিসিসিআই আগামী সপ্তাহে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের জন্য একটি কমিটি গঠন করবে। জয় শাহ বলেন, ‘আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু সম্পর্কিত বিষয়, প্রতিটি ভেন্যুর জন্য প্রতিটি অফিস-বেয়ারারের ওপর দায়িত্ব বর্তাবে। আমরা টুর্নামেন্টের ভেন্যু হিসেবে মেট্রো সিটির কথা ভাবছি।’

ভারত ও পাকিস্তানের টালবাহানার কারণে এখনও ঝুলে আছে এশিয়া কাপ। টুর্নামেন্টের ভবিষ্যৎ নির্ধারিত হবে আইপিএল ফাইনালে। এ সম্পর্কে জয় বলেন, ‘এসিসি টেস্ট ও সহযোগী দেশগুলোর সঙ্গে আমাদের বৈঠকের পরে ২০২৩ এশিয়া কাপের ভবিষ্যৎ নির্ধারণ করা হবে।’

৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে অংশ নেবে মোট ১০ দল। এর মধ্যে এখন পর্যন্ত ৮ দল চূড়ান্ত হয়েছে। তারা হলো- নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। বাকি দুটি দল আসবে বাছাইপর্ব খেলে।


এডিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ