• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

যাদের নিয়ে এশিয়ায় আসছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

প্রকাশিত: মে ২৮, ২০২৩, ০৭:৩০ এএম

যাদের নিয়ে এশিয়ায় আসছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

আগামী মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। একটি অস্ট্রেলিয়া ও অন্যটি ইন্দোনেশিয়ার বিপক্ষে। ম্যাচ দুটি হবে এশিয়ার মাটিতে। এশিয়া সফরকে ঘিরে দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। দলে রয়েছে বিশ্বজয়ী খেলোড়দের অনেকেই। রয়েছে নতুন মুখও। তবে চোটের কারণে বাদ পড়েছেন কাতার বিশ্বকাপে অংশ নেয়া কয়েকজন।

আগামী ১৫ জুন চীনের রাজধানী বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর ১৯ জুন ইন্দোনেশিয়ার জাকার্তায় মুখোমুখি হবে স্বাগতিক দলটির। ম্যাচ দুটিকে সামনে রেখে শুক্রবার ২৭ সদস‍্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ।

চোটের কারণে দল থেকে পরিচিতদের মধ্যে বাদ পড়েছেন ফ্রাঙ্কো আরমানি, লিয়ান্দ্রো পারেদেস, লৌতারো মার্টিনেজ, পাওলো দিবালা ও আলেজান্দ্রো গোমেজ। নতুনদের মধ্যে ডাক পেয়েছেন আলেজান্দ্রো গর্নাচো, ওয়াল্টার বেনিটেজ ও ফাকুন্দো মেদিনা। ডাক পেয়েছেন জিওভানি সিমিওনেও।

এক নজরে এশিয়া সফরে আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুল্লি, ওয়াল্টার বেনিটেজ।

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, হের্মান পেজ্জেলা, নিকোলাস ওটামেন্ডি, ফাকুন্দো মেদিনা, লিওনার্দো বার্লেডি, মার্কোস অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো।

মিডফিল্ডার: রদ্রিগো ডে পল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গুইডো রদ্রিগেজ, জিওভানি লো সেলসো , এনজো ফের্নান্দেজ, ইজিকুয়েল পালাসিও, থিয়াগো আলমাদা।

ফরোয়ার্ড: লিওনেল মেসি (অধিনায়ক),  জুলিয়ান আলভারেজ, অ্যাঙ্গেল ডি মারিয়া, লুকা ওকাম্পোস, জিওবানি সিমিওনে, আলেজান্দ্রো গর্নাচো, নিকোলাস গঞ্জালেস।

কোচ: লিওনেল স্কালোনি।
 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ