• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ভিনিকে সমর্থন দেওয়ার লক্ষ্যে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

প্রকাশিত: মে ২৭, ২০২৩, ০৫:৩৫ পিএম

ভিনিকে সমর্থন দেওয়ার লক্ষ্যে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

ভিনিসিয়ুস বর্ণবাদের শিকার হওয়ার পর থেকেই উত্তাল ক্রীড়াঙ্গন। ব্রাজিলে উত্তাপটা আরও বেশি। মানসিকভাবে সমর্থন দেওয়ার সঙ্গে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দেশের তারকা ফুটবলারের পাশে দাঁড়াচ্ছেন ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) ও সমর্থকেরা।

এবার আরও বড় উদ্যোগ নিয়েছে সিবিএফ। ভিনিকে সমর্থন দেওয়ার লক্ষ্যে দুটি প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা। সেলেসাওদের প্রতিপক্ষ হিসেবে থাকবেন গিনি ও সেনেগাল। গতকাল বিষয়টি নিশ্চিত করেছে সিবিএফ।

সিবিএফের সভাপতি এডনাল্ডো রদ্রিগেজের অধীনে ২০২২ সালে শুরু হওয়া স্লোগান ‘বর্ণবাদ নিয়ে কোনো ম্যাচ নয়’ এর কার্যক্রম আরও প্রসারিত করার লক্ষ্যেই এই দুটি ম্যাচের আয়োজন। দায়িত্ব নেওয়ার পর থেকেই বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করছেন রদ্রিগেজ। এ জন্য নিজ দেশের আদালতের কাছে আর্জিও করেছেন যেন বর্ণবাদী আচরণে কঠোর শাস্তি প্রয়োগ করা হয়।

বর্ণবাদ নিয়ে গত মার্চে রয়টার্সকে এক সাক্ষাৎকারে রদ্রিগেজ বলেছিলেন, ‘ব্রাজিল যেন সারা বিশ্বে বর্ণবাদের বিরুদ্ধে নেতৃত্ব দেয় এটা আমরা চাই।’ ম্যাচ দুটি নিয়ে ভিনিসিয়ুসের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানিয়েছে সিবিএফ। এক সূত্র জানিয়েছেন, রিয়াল মাদ্রিদ তারকা নাকি নিজের সমর্থন প্রকাশ করেছেন।

জুনের ১৭ তারিখ গিনির বিপক্ষে বার্সেলোনায় প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। ৩ দিন পর দ্বিতীয় ম্যাচ খেলবে সেলেসাওরা। সাদিও মানের সেনেগালের বিপক্ষে লিসবনে খেলবে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ