• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আকাশে বিধ্বস্ত লক্ষ্ণৌ, কোয়ালিফায়ারে রোহিতের মুম্বাই

প্রকাশিত: মে ২৫, ২০২৩, ০৭:৩৮ এএম

আকাশে বিধ্বস্ত লক্ষ্ণৌ, কোয়ালিফায়ারে রোহিতের মুম্বাই

ক্রীড়া প্রতিবেদক

আইপিএলের এবারের আসর জুড়ে দুর্দান্ত ছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। গ্রুপ পর্বে টেবিলের তিনে থেকেই নিশ্চিত করেছিল এলিমিনেটরের লড়াই। বাঁচা-মরার ম্যাচটিতে রোহিতের মুম্বাইয়ের বিপক্ষে বিধ্বস্ত রাহুলের লক্ষ্ণৌ। সুপার জায়ান্টসদের একাই ধসিয়ে দিয়েছেন প্রতিপক্ষ পেসার আকাশ মাধওয়াল। তার ৫ উইকেট শিকারের রাতে ৮১ রানের জয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে সংগ্রহ করে ১৮২ রান। জবাবে ব্যাটে নেমে ১৬.৩ ওভারে ১০১ রানে থামে লক্ষ্ণৌর ইনিংস। আগামী শুক্রবার আহমেদাবাদে আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে মুম্বাই। সে ম্যাচে জয় পেলে টানা ফাইনালে খেলার সুযোগ মিলবে রোহিতদের।

মুম্বাইয়ের দেয়া ১৮৩ রানের লক্ষ্যে ব্যাটে নেমে শুরুতে বিপদে পড়ে লক্ষ্ণৌ। ১২ রানেই হারায় প্রথম উইকেট। ক্রিস জর্ডানের শিকার হন ৬ বলে ৩ রান করা প্রেরক মানকাদ। এরপর লক্ষ্ণৌ ব্যাটিং লাইনআপে ধ্বংসলীলা চালান আকাশ মাধওয়াল। ৩.৩ ওভার বল করে ৫ রান খরচায় তুলে নেন ৫ উইকেট। তাতেই বিধ্বস্ত হয় লক্ষ্ণৌ।

শেষ অবধি ১৬.৩ ওভারে ১০১ রানে সবকটি উইকেট হারিয়ে গুটিয়ে যায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। লক্ষ্ণৌ ব্যাটারদের মধ্যে দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন মাত্র ৩ ব্যাটার, মার্কোস স্টোয়নিস (২৭ বলে ৪০), কাইল মায়ার্স (১৩ বলে ১৮) ও দ্বীপক হুদা (১৩ বলে ১৫)।

আকাশের ৫ উইকেটের পাশাপাশি মুম্বাইয়ের হয়ে পিয়ুষ চাওলা ও ক্রিস জর্ডান নিয়েছেন একটি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাটে নেমে শুরুটা ঝড়ো হয় মুম্বাইয়ের। যদিও ৩০ ও ৩৮ রানে হারায় দুই উইকেট। ৩.২ ওভারে নাভিনের শিকার হন রোহিত শর্মা। ১০ বলে ১১ রান করেন মুম্বাই অধিনায়ক। পরের ওভারেই ফেরেন ঈশান কিষাণ, ১২ বলে ১৫ রান করে।

তৃতীয় উইকেট জুটিতে সূর্যকুমার যাদব ও ক্যামেরুন গ্রিন সংগ্রহ করেন ৬৬ রান। ১০.৪ ওভারে দলীয় ১০৪ রানে ২০ বলে ৩৩ রান করা সূর্যকুমারকে ফেরান নাভিন। একই ওভারে নাভিন ফেরান ২৩ বলে ৪১ রান করা ক্যামেরুন গ্রিনকে।

১৬.৩ ওভারে ১৪৮ রানে ফেরেন টিম ডেভিড। ১৩ বলে ১৩ রান করেন তিনি। ১৭.৩ ওভারে নিজের চতুর্থ শিকার করেন নাভিন। ২২ বলে ২৬ রান করা তিলক ভার্মাকে ফেরান দলীয় ১৫৯ রানে। পরের ওভারে ফেরেন ক্রিস জর্ডান ৭ বলে ৪ রান করে।

এরপর ঋত্বিককে নিয়ে নির্ধারিত ওভার শেষে মুম্বাইয়ের সংগ্রহ ১৮২ রানে পৌঁছান নেহাল ওয়াধেরা। শেষ বলে আউট হওয়ার আগে ১২ বলে ১৩ রান করেন নেহাল।

লক্ষ্ণৌর হয়ে ৪টি উইকেট নেন নাভিন। যশ ঠাকুর নেন ৩টি। এছাড়া একটি উইকেট নেন মহসিন খান।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ