• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

জাদেজাদের দাপটে পরাস্ত গুজরাট, ফাইনালে চেন্নাই

প্রকাশিত: মে ২৪, ২০২৩, ০৬:৩৮ এএম

জাদেজাদের দাপটে পরাস্ত গুজরাট, ফাইনালে চেন্নাই

ক্রীড়া প্রতিবেদক

লক্ষ্যটা খুব একটা বেশি ছিল না গুজরাট টাইটান্সের সামনে। ১৭২ রানের সংগ্রহ নিয়ে প্রতিরোধ গড়েছে জাদেজা-থিকসানাদের বোলিং আক্রমণ। চার বোলার নিয়েছেন জোড়া উইকেট। সেই সঙ্গে ছিল নিয়ন্ত্রিত বোলিংও। এতে সহজেই জয় পায় ধোনির দল। গুজরাটকে ১৫ রানে হারিয়ে আইপিএলের এবারের আসরে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস।

চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে চেন্নাইকে ব্যাটে পাঠায় গুজরাট। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৭২ রান সংগ্রহ করে স্বাগতিক দল। জবাবে নেমে নির্ধারিত ওভার খেলেই সবকটি উইকেট হারিয়ে ১৫৭ রানে থামে গুজরাটের ইনিংস।  চেন্নাইয়ের কাছে হারলেও গ্রুপ পর্বে শীর্ষে থাকায় গুজরাটের সামনেও রয়েছে ফাইনাল খেলার সুযোগ। আগামীকাল হতে যাওয়া মুম্বাই ইন্ডিয়ান্স ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মধ্যকার ম্যাচে জয়ী দলের মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। শুক্রবার আহমেদাবাদে সেই ম্যাচটিতে জয় পেলে দ্বিতীয়বারের মত ফাইনাল খেলার সুযোগ থাকবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

চেন্নাইয়ের সংগ্রহ করা ১৭২ রানের জবাবে নেমে শুরুটা ভালো হয়নি গুজরাটের। ২২ রানেই হারায় প্রথম উইকেট। ওপেনার ঋদ্ধিমান সাহা ফেরেন ১১ বলে ১২ রান করে। দ্বিতীয় উইকেটের পতন হয় ৫.৫ ওভারে দলীয় ৪১ রানে। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ফেরেন ৭ বলে ৮ রান করে।

এরপর একপ্রান্ত শুভমন গিল আগলে রাখলেও অন্যপ্রান্তে ধারাবাহিকভাবে উইকেট হারায় অতিথিদল। ১৩.১ ওভারে দলীয় ৮৮ রানে গিল ফেরার আগে ফেরেন আরও দুই ব্যাটার দাসুন শানাকা (১৬ বলে ১৭) ও ডেভিড মিলার (৬ বলে ৪)। ৩৮ বলে ৪২ রান করেন গিল।

এরপর রশিদ খান ছাড়া কোনো ব্যাটারই পারেননি উল্লেখযোগ্য রান সংগ্রহ করতে। শেষ অবধি নির্ধারিত ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ১৫৭ রানে থামে গুজরাটের ইনিংস। ১৬ বলে ৩০ রান করেন আফগান অলরাউন্ডার।

চেন্নাইয়ের হয়ে দুটি করে উইকেট নেন মাথিশা পাথিরানা, রবীন্দ্র জাদেজা, মাহেশ থিকসানা ও দ্বীপক চাহার। এছাড়া তুষার দেশপান্ডে নেন একটি উইকেট।

এর আগে টসে হেরে ব্যাটে নেমে ডেবন কনওয়ে ও ঋতুরাজ গাইকওয়াদের দুর্দান্ত পারফর্মে উড়ন্ত শুরু পায় স্বাগতিক দল। প্রথম উইকেট জুটিতে আসে ৮৭ রান। ১০.৩ ওভারে ফেরেন ঋতুরাজ গাইকওয়াদ। আউট হওয়ার আগে ৪৪ বলে ৬০ রান করেন তিনি।

পরের ওভারে দলীয় ৯০ রানে ফেরেন তিনে নামা শিভাম ডুবে। ৩ বলে ১ রান করেন তিনি। ১৪.৫ ওভারে দলীয় ১২১ সাজঘরে ফেরেন আজিঙ্কা রাহানে। ব্যাট হাতে করেন ১০ বলে ১৭ রান। দুই বল পরেই চতুর্থ উইকেট হারায় চেন্নাই। এক প্রান্ত আগলে রাখা ডুবে ফেরেন ৩৪ বলে ৪০ রান করে।

পরপর উইকেট তুলে নিয়ে চেন্নাই ব্যাটারদের চেপে ধরে গুজরাট বোলারগণ। ১৮তম ওভারের শেষ বলে দলীয় ১৪৮ রানে তুলে নেন পঞ্চম উইকেট। আম্বাতি রাইডু ফেরেন ৯ বলে ১৭ রান করে। ৫ বল পরেই দলীয় ১৫৫ রানে আউট হন ধোনি। ২ বলে ১ রান করেন চেন্নাই অধিনায়ক।

এরপর মঈন আলীকে সঙ্গী করে চেন্নাইয়ের সংগ্রহ ১৭২ রানে পৌঁছান জাদেজা। যদিও শেষ বলে মোহাম্মদ শামির শিকার হন এই অলরাউন্ডার। ১৬ বলে ২২ রান করেন জাদেজা। ৪ বলে ৯ রানে অপরাজিত ছিলেন মঈন।

গুজরাটের হয়ে দুটি করে উইকেট নেন মোহাম্মদ শামি ও মোহিত শর্মা। নূর আহমেদ, রশিদ খান ও দর্শন নাইকান্দে নেন একটি করে উইকেট।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ