প্রকাশিত: মে ২৪, ২০২৩, ০২:২৫ এএম
আইপিএলের ১৬তম আসরের ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথমে ব্যাটিংয়ে নামবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।
মঙ্গলবার (২৩ মে) রাত ৮টায় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয় গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। ম্যাচটিতে টস জিতে গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।
এ পর্যন্ত আইপিএলে সর্বাধিক ফাইনাল খেলা দল চেন্নাই। দলটি ৯ বার ফাইনাল খেলে শিরোপা ছোঁয়ার স্বাদ পেয়েছে ৪ বার। অন্য দিকে গত বছর প্রথমবারের মতো ফাইনাল খেলে শিরোপা নেয় গুজরাট। এবার ব্যাক টু ব্যাক শিরোপার অপেক্ষায় রয়েছে দলটি।
চেন্নাই-গুজরাটের বিগত পরিসংখ্যানে এগিয়ে রয়েছে গুজরাট। সবশেষ তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে দলটি। তবে ঘুরে দাঁড়ানোর মত সক্ষমতা রয়েছে মহেন্দ্র সিং ধোনি বাহিনীর। এছাড়া চেন্নাইয়ের বিগত পাঁচ ম্যাচের তিনটিতে জয় রয়েছে, যেখানে গুজরাটের জয় চারটি। সবমিলিয়ে এগিয়ে রয়েছে গুজরাট।
গুজরাট টাইটান্স একাদশ
শুভমান গিল, ঋদ্ধিমান সাহা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), দাসুন শানাকা, ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, দর্শন নালকান্দে, মোহিত শর্মা, নূর আহমেদ ও মোহাম্মদ শামি।
চেন্নাই সুপার কিংস একাদশ
ঋতুরাজ গায়কওয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, আম্বাতি রায়ডু, শিবম দুবে, মঈন আলী, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), দীপক চাহার, তুষার দেশপান্ডে ও মহেশ থিকশানা।
জেকেএস/