• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

স্মিথকে হটিয়ে আবারও শীর্ষে উইলিয়ামসন

প্রকাশিত: জুলাই ১, ২০২১, ১২:৩৩ এএম

স্মিথকে হটিয়ে আবারও শীর্ষে উইলিয়ামসন

ক্রীড়া ডেস্ক

কেন উইলিয়ামসনকে টপকে টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে শীর্ষ স্থানটি দখলে নিয়েছিলেন স্টিভেন স্মিথ। এবার অস্ট্রেলিয়ার সাবেক এ অধিনায়ককে হটিয়ে এক নম্বর আসনটি পুনরুদ্ধার করলেন কিউই দলপতি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির সর্বশেষ হালনাগাদ র‌্যাংকিংয়ে আবারও শীর্ষে ফিরলেন তিনি।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে ৮ উইকেটের জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে উইলিয়ামসনের। এ ছাড়া নিউজিল্যান্ডের রস টেলর, ডেভন কনওয়ে, কাইল জেমিসন ও ট্রেন্ট বোল্টও র‌্যাংকিংয়ে এগিয়েছেন।

লো স্কোরিং ম্যাচে ৪৯ ও অপরাজিত ৫২ রান করেন উইলিয়ামসন। ম্যাচে ১০১ রান করে আবারও ৯০০ পয়েন্ট অতিক্রম করেছেন। ১০ পয়েন্টে পেছনে ফেলেছেন স্টিভেন স্মিথকে, যার কাছে দুই সপ্তাহ আগে শীর্ষস্থান হারান তিনি। আইসিসির সবশেষ ব্যাটসম্যান র‍্যাংকিংয়ের সেরা পাঁচে আছেন মার্নাস লাবুশেনে, বিরাট কোহলি ও জো রুট।

প্রথম ইনিংসে ১১ রান করা টেলর দ্বিতীয় ইনিংসে উইলিয়ামসনের সঙ্গে অপরাজিত ৯৬ রানের জুটি গড়ে দলকে জেতান। অপরাজিত ৪৭ রান করে তিন ধাপ এগিয়ে র‍্যাংকিংয়ের ১৪তম ব্যাটসম্যান তিনি। ম্যাচে মাত্র দুটি হাফ সেঞ্চুরির ইনিংস ছিল উইলিয়ামসনের সতীর্থ কনওয়ের। তাতেই এই ওপেনার ১৮ ধাপ এগিয়ে ৪২ নম্বরে উঠে এসেছেন।

ভারতের ২০ উইকেটের সবগুলো নেন চার ফাস্ট বোলার টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন ও নিল ওয়াগনার। তাদের মধ্যে সবচেয়ে তরুণ জেমিসন ম্যাচে ৬১ রান খরচায় নেন ৭ উইকেট, হন ম্যাচসেরা। বোলার র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা ১৩ নম্বরে তিনি।

ভারতের আজিঙ্কা রাহানে ৪৯ ও ১৫ রান করে ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে ১৬ থেকে ১৩ নম্বরে। রবীন্দ্র জাদেজা মাত্র এক সপ্তাহ পরই হারালেন শীর্ষ অলরাউন্ডারের স্থান, পেছনে পড়েছেন জেসন হোল্ডারের। তার সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের বেন স্টোকস।

জেডআই/নির্জন

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ