• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সাফের ড্র: বি গ্রুপে বাংলাদেশ

প্রকাশিত: মে ১৭, ২০২৩, ০৭:৫২ পিএম

সাফের ড্র: বি গ্রুপে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

ভারতে অনুষ্ঠিত চলতি বছরের সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়ে গেছে। ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে লাল সবুজের প্রতিনিধিরা পেয়েছে সাফে নতুন যুক্ত হওয়া দল লেবানন।

এছাড়া বাংলাদেশের চেয়ে শক্তিতে এগিয়ে থাকা মালদ্বীপ আছে ওই গ্রুপে। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ ভুটান।

‘এ’ গ্রুপে আছে স্বাগতিক ভারত। তাদের অন্য তিন প্রতিপক্ষ কুয়েত, নেপাল ও পাকিস্তান। ভারতের গ্রুপে পড়েছে নতুন সাফে যুক্ত হওয়া দল কুয়েত।

আগামী ২১ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত ভারতে সাফ চ্যাম্পিয়নশিপে অনুষ্ঠিত হবে। রবিন রাউন্ড পদ্ধতিতে দুই গ্রুপ থেকে সেরা দুটি করে দল সরাসারি সেমিফাইনালে অংশ নেবে। সেখান থেকে দুই দল যাবে ফাইনালে। 

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ