• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বাংলাদেশের জার্সি পরে মাঠে নামলেন অষ্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী টিম ওয়াটস

প্রকাশিত: মে ১৫, ২০২৩, ০৬:১৪ পিএম

বাংলাদেশের জার্সি পরে মাঠে নামলেন অষ্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী টিম ওয়াটস

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

হঠাৎ করেই গতকাল রোববার (১৪ মে) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এসেছিলেন অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী টিম ওয়াটস। তাকে স্বাগত জানান বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর বিসিবি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক সেরে তিনি বাংলাদেশের জার্সি পরে নেমে পড়েন মাঠে। অনুশীলন করেন বাংলাদেশ জাতীয় নারী দলের সঙ্গে। এ সময় ঘুরে ঘরে দেখেছেন মিরপুরের পুরো মাঠ।

পরে অস্ট্রেলিয়ার মন্ত্রীর আগমন সম্পর্কে গণমাধ্যমকে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, অস্ট্রেলিয়ার সঙ্গে একটি অভ্যন্তরীণ চুক্তিতে যাচ্ছে বিসিবি। যার মাধ্যমে ক্রিকেটার, কিউরেটর, কোচ এমনকি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করা হবে। বলেন, ‘অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন। এরও বেশ কিছুদিন আগে আমাদের অস্ট্রেলিয়ার হাই কমিশনের সঙ্গে একটা বৈঠক হয়েছিল। তখন আমাদের জানানো হয়েছিল মন্ত্রী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাপারে আগ্রহী এবং আমাদের সুযোগ-সুবিধাগুলো উনি দেখতে চাচ্ছেন।’

টিম ওয়াটসের বাংলাদেশ সফরে আসার আরো একটি কারণ রয়েছে। আর তা হলো পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এ সম্পর্কে সুজন বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, নতুন যে স্টেডিয়াম করতে চাচ্ছি (শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম) এটার সম্পর্কে উনাদের আগ্রহ আছে। যেহেতু আপনারা জানেন এই স্টেডিয়ামের কনসালট্যান্ট হিসেবে অস্ট্রেলিয়ার একটা কোম্পানি আমরা নিয়োগ দিয়েছি। তারা বিস্তারিত ড্রয়িং, ডিজাইন নিয়ে কাজ করছে। এ বিষয়গুলোতে আগ্রহের জন্যই এই ভিজিটে আসা। একই সঙ্গে আমাদের বর্তমান সুযোগসুবিধাগুলো দেখেছেন ও নারী দলের সঙ্গে দেখা করেছেন।’

বিসিবি সিইও আরো বলেন, ‘অস্ট্রেলিয়ার হাইকমিশনের সঙ্গে আগে কথা হয়েছে। আমরা তাদের সঙ্গে একটা বোঝাপড়ায় যাচ্ছি। প্রতি বছর আমাদের শুধু ক্রিকেটার না, যারা কিউরেটর আছেন, কোচ আছেন, সংগঠকরা আছেন, তাদেরকে ওখানে গিয়ে বিভিন্ন প্রোগ্রাম করার ব্যাপারে অস্ট্রেলিয়ার হাইকমিশন আমাদের সাহায্য করবে। এ ব্যাপারে একটা প্রক্রিয়ায় এগিয়েছি।’

গতকাল বিসিবির সঙ্গে বৈঠক সেরে মাঠে নেমে আসেন অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী টিম ওয়াটস। সে সময় তার গায়ে দেখা যায় বাংলাদেশের জার্সি। মাঠেই ছিল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। এ সময় তাদের সঙ্গে নেমে পড়েন তিনি। নিজে কিছুক্ষণ বল করেন পরে ব্যাট হাতেও কিছুক্ষণ অনুশীলন করেন ওয়াটস।

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ