• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

৮ বছর পরে চারে লিটন, শতক পেরিয়ে বাংলাদেশ

প্রকাশিত: মে ১৪, ২০২৩, ১১:৩৫ পিএম

৮ বছর পরে চারে লিটন, শতক পেরিয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

অভিষেক রাঙাতে ব্যর্থ হলেন রনি তালুকদার। আউট হতে গিয়ে বেঁচে গেছেন আরেক ওপেনার ও দলীয় অধিনায়ক তামিম ইকবাল। তাতে নড়বড়ে অবস্থার মধ্য দিয়ে শুরুটা হয়েছে। সেখানে চাপ বাড়িয়েছেন নাজমুল হোসেন শান্ত। এরপরে চার নম্বরে ৮ বছর পরে ব্যাটিংয়ে নামেন লিটন দাস।

রোববার (১৪ মে) পৌঁনে ৪টায় ইংল্যান্ডের চেমসফোর্ডে তৃতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি।

ব্যাটিংয়ে নেমে অভিষিক্ত রনি তালুকদার (১৪ বলে ৪ রান) আউট হন দলীয় ১৮ রানে। ৩.৩ ওভারে মার্ক অ্যাডাইরের অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন রনি। এর আগের ওভারে জোশুয়া লিটলের বলে ক্যাচ তুলেছিলেন তামিম। তবে বাংলাদেশি অধিনায়কের ক্যাচ ধরতে ব্যর্থ হয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। 


এ দিকে বেশিদূর যেতে পারেননি নাজমুল শান্ত। তিনি ৩২ বলে ৩৫ রান করে আউট হন। ১০.৫ ওভারে ক্রেগ ইয়াংয়ের বলে স্লিপে দাঁড়িয়ে থাকা বালবির্নির হাতে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। এরপরে লিটনকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছেন তামিম। দুজনে মিলে ইতোমধ্যে ফিফটি রানের জুটি গড়েছেন। 

২১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১২৩ রান।


এডিএস/

আর্কাইভ