• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

হৃদয়ের সঙ্গে ব্যাটিং উপভোগ করছেন শান্ত

প্রকাশিত: মে ১৩, ২০২৩, ০৭:০৫ পিএম

হৃদয়ের সঙ্গে ব্যাটিং উপভোগ করছেন শান্ত

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

অধিনায়ক তামিম ইকবাল ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ। লিটন দাস-সাকিব আল হাসান ভালো শুরু পেয়ে ইনিংস বড় করতে পারেননি। এদিকে লক্ষ্যটাও পাহাড়সম। তবে শেষ পর্যন্ত নাজমুল হোসেন শান্ত এবং তাওহীদ হৃদয়ের ব্যাটে সেই পাহাড়টা টপকেছে বাংলাদেশ।

বুধবার (১২ মে) ৩২০ রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে ১০১ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। সাকিব আল হাসান যখন আউট হয়ে সাজঘরে ফেরেন তখনও বাংলাদেশের দরকার ওভারপ্রতি ৮ করে ২১৯ রান। এরপরই শুরু হয় হৃদয়-শান্ত ম্যাজিক। ১০২ বলে দুজন মিলে গড়েন ১৩১ রানের জুটি। মূলত শান্ত-হৃদয়ের এই জুটিতেই জয়ের ভিতটা পেয়ে যায় বাংলাদেশ।

৯৩ বলে ১১৭ রান করে ম্যাচসেরা হয়েছেন নাজমুল হোসেন শান্ত। তবে মাত্র পঞ্চম ওয়ানডে খেলতে নামা তাওহীদের ৫৮ বলে ৬৮ রানের ইনিংসটাও কম গুরুত্বপূর্ণ ছিল না। রান সংখ্যার চেয়েও তার ইতিবাচক ব্যাটিং দলকে রান তাড়ার শক্তি জুগিয়েছে বেশি। কবজির ব্যবহারে আইরিশ বোলারদের যেভাবে মিডউইকেট দিয়ে উড়িয়ে মেরেছেন, দলকে আত্মবিশ্বাসী করে তোলার পাশাপাশি প্রতিপক্ষকে ফেলেছে ভাবনায়।

ম্যাচশেষে শান্তর কণ্ঠেও ঝরল তাওহীদের জন্য প্রশংসা। বাঁহাতি এই ব্যাটার বলেন, ‘ও যেভাবে ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করে, সেটা দলের জন্য ভালো। ম্যাচের পরিস্থিতি যেমনই হোক, উইকেট তিনটা পড়ুক বা চারটা পড়ুক, ও ওর প্রক্রিয়ার বাইরে যায় না। আমার মনে হয় ওর এভাবেই খেলা উচিত। প্রতিপক্ষকে চাপে ফেলা যায়।’


চলতি বছর তাওহীদ হৃদয়ের সঙ্গে বেশকিছু ম্যাচ খেলেছেন শান্ত। বিপিএল এবং জাতীয় দল মিলিয়ে অনেকবার একসঙ্গে জুটি গড়েছেন। দুজনেই ফর্মে থাকায় অনেক জুটিই বেশ বড় হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে এবার শান্ত জানালেন, হৃদয়ের সঙ্গে ব্যাটিংটা উপভোগ করতে শুরু করেছেন তিনি।

তিনি বলেন, ‘ওর সঙ্গে জুটিটি উপভোগ করছি। বিপিএলে বেশ কয়েকটা বড় জুটি ছিল আমাদের। আমরা দুজনই বুঝি ব্যাটিংটা কীভাবে করতে চাই, ইনিংস বা জুটিটা কীভাবে বড় করতে চাই।’

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ