• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ভক্তদের সঙ্গে সেলফি না তুলতে পারার আক্ষেপ বিসিবি সভাপতি পাপনের

প্রকাশিত: মে ১৩, ২০২৩, ০৬:৩২ পিএম

ভক্তদের সঙ্গে সেলফি না তুলতে পারার আক্ষেপ বিসিবি সভাপতি পাপনের

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। যে কারণে পুরো দলই এখন ইংল্যান্ডের চেমসফোর্ড শহরে। দলের সঙ্গে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তবে অতিরিক্ত ঠান্ডার কারণে বাংলাদেশি ক্রিকেটভক্তদের সঙ্গে ছবি তুলতে পারেননি তিনি।

ভক্তদের সঙ্গে ছবি তুলতে না পারায় আক্ষেপ ঝরেছে পাপনের কণ্ঠে। শুক্রবার (১২ মে) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ব্যাপারটা হচ্ছে, এখানে অনেক দিন পরে এসেছি। সেদিন কিন্তু অনেক ছবি তুলেছি। আসলে ঠান্ডা আমার সহ্য হচ্ছে না। এত গরম কাপড় পরেও আসিনি। ধারণা ছিল না আমাকে বাইরে আসতে হবে।’

পাপন কথা বলেছেন দলের পরিস্থিতি নিয়েও। তার ধারণা রিয়াদ বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন। পাপন বলেন, ‘আমার ধারণা রিয়াদ বিশ্বকাপের স্কোয়াডে থাকবে। সমস্যাটা অন্য জায়গায়। তৌহিদ হৃদয়ের জায়গায় আরেকজনকে খেলালাম বা বিশ্রাম দিলাম, শান্তকে বিশ্রাম দিলাম, এটা যেমনটা সহজ; রিয়াদ স্কোয়াডে আছে, কিন্তু খেলাচ্ছে না, এ জিনিসটা কেমন হবে সেটা চিন্তা করছে সবাই। যদি না খেলায় কোনো একটা ম্যাচে। এই জিনিসগুলো নিয়েই চিন্তাভাবনা করছে। তবে যত চিন্তাভাবনাই করুক, একটা সমাধানে আসতে হবে।’

অধিনায়ক তামিম ইকবালের অফফর্ম নিয়েও উঠেছে প্রশ্ন। বিশ্বকাপের বছরে যা দুশ্চিন্তা বাড়াচ্ছে টাইগার শিবিরে। তার বিষয়ে পাপন বলেন, ‘শুনেন, তামিম ইকবাল আমাদের সেরা ওপেনার। এসব বলে ওকে আর নার্ভাস করবেন না। মুশফিককে নিয়ে অনেক বলা হয়েছিল, মুশফিক কি ফিরে আসেনি? ভালোভাবে ফিরে আসছে। তামিমও ফিরে আসবে। আমাদের সবাই ভালো খেলবে। আমি খুবই আত্মবিশ্বাসী।’

আয়ারল্যান্ড সিরিজটি দেশের কোনো টিভিতে দেখা যাচ্ছে না। এ প্রসঙ্গও উঠে এসেছে পাপনের বক্তব্যে। তিনি জানান, ‘বিদেশে খেলা হলে কোন চ্যানেলে দেখাবে সেটি হোস্টের ওপর নির্ভর করে। আমাদের কিছু করার থাকে না। আমরা চাই আমাদের দেশে দেখাক। এটা দেখানোর জন্য কতগুলো শর্ত আছে। এর মধ্যে একটা কাউকে তো অবশ্যই পে করতে হবে (সম্প্রচার স্বত্ব কিনতে হবে)। এখন কেউ যদি পে না করে, তাহলে তো কিছু করার নেই। ইউটিউবে আমরা একটা ব্যবস্থা করেছি।’

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ