• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে

প্রথম ওভারেই উইকেট পেলেন হাসান মাহমুদ

প্রকাশিত: মে ১৩, ২০২৩, ১২:৫৬ এএম

প্রথম ওভারেই উইকেট পেলেন হাসান মাহমুদ

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে প্রথম ওভারেই উইকেট তুলে নিয়েছেন টাইগার পেসার হাসান মাহমুদ। ওভারের পঞ্চম বলে তার শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন পল স্টার্লিং। এক ওভার শেষে এক উইকেট হারিয়ে স্বাগতিকদের রানও ১।

হাসানের ইনসুইং বলে ইনসাইড এজ হয়ে স্টার্লিং ক্যাচ দেন উইকেটের পেছনে, মুশফিকুর রহিমকে। ২ বল খেলেও কোনো রান তুলতে পারেননি আইরিশ ওপেনার।

শুক্রবার (১২ মে) বৃষ্টির বাগড়ায় দুই ঘণ্টা পর চেমসফোর্ডে ম্যাচ মাঠে গড়ায়।

বৃষ্টির কারণে খেলা দেরিতে শুরু হওয়ায় পুরো ৫০ ওভার খেলা হবে না, ম্যাচ হবে ৪৫ ওভারের। একজন বোলার সর্বোচ্চ ৯ ওভার বোলিং করতে পারবেন। ওভার হারানোয় পাওয়ার-প্লেতেও পরিবর্তন এসেছে। প্রথম দশ ওভারের পাওয়ার-প্লে থেকে কমানো হয়েছে এক ওভার। এছাড়া বোলিং পাওয়ার-প্লে এবং ব্যাটিং পাওয়ার-প্লে থেকেও মোট এক ওভার কমানো হয়েছে।

আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই এ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। ফলে দলে পাঁচ ব্যাটারের পাশাপাশি দুই অলরাউন্ডার, এক স্পিনার ও তিন পেসার রয়েছেন।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।

 

জেকেএস/

আর্কাইভ