• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে মুখর দেশটির সাবেক ক্রিকেটাররা

প্রকাশিত: মে ১২, ২০২৩, ০৪:০৫ পিএম

ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে মুখর দেশটির সাবেক ক্রিকেটাররা

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানের হয়ে ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে এবার সোচ্চার হয়েছেন ওয়াসিম আকরাম-শোয়েব আখতাররা। দেশটির সাবেক ক্রিকেটাররা ইমরান খানের মতো কিংবদন্তি ক্রিকেটারের গ্রেফতারের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের দাবি, দেশের জাতীয় বীরের (ইমরান খান) এমন পরিণতি কোনভাবেই কাম্য নয়। এমন আচরণকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসের মত ক্রিকেটাররা।

ইমরান খান পাকিস্তানের মানুষের আবেগ ও ভালবাসার সঙ্গে জড়িয়ে থাকা একটি নাম। ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডারের তালিকায় ইমরান খানের নাম সবার ওপরের সারিতেই জ্বলজ্বল করছে। অধিনায়ক হিসেবেও বিশ্ব ক্রিকেটে অনকুরণীয় এক নাম ইমরান। ১৯৯২ সালে ভাঙ্গাচোরা একটা দল নিয়ে দেশকে বিশ্বকাপ উপহার দিয়েছিলেন চমৎকার নেতৃত্বগুণে।
 
এরপর বাইশ গজের মাঠ পেরিয়ে পাকিস্তানের রাজনীতির মাঠেও বলিষ্ঠ এক নেতা ইমরান। দায়িত্ব পালন করেছেন দেশটির প্রধানমন্ত্রী হিসেবেও। তবে গত বছর এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয় এবং সবশেষ গত মঙ্গলবার (৯ মে) দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয় তাকে।

ইমরান খানের গ্রেফতারের পর বিক্ষোভ-সহিংসতা ছড়িয়ে পড়ে পুরো দেশে। নিহত হন বেশ কয়েকজন। গ্রেফতার হয়েছে কয়েক হাজার বিক্ষোভকারী। উত্তপ্ত রাজনীতির মাঠ। ইমরান খানের এমন দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছেন এক সময়ের সতীর্থ ও দেশটির সাবেক ক্রিকেটাররা।

১৯৯২ সালে ইমরানের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ওয়াসিম আকরাম এক টুইট বার্তায় বলেন, ‘আপনি ব্যক্তি হিসেবে হয়তো একা। কিন্তু আপনার রয়েছে লাখো-কোটি মানুষের শক্তি। অধিনায়ক, আপনি শক্তিতে অটল থাকুন।’ এরপর হ্যাশট্যাগ দিয়ে লিখেন, ‘আপনার পেছনেই আছি।’

ইমরান খানের গ্রেফতারের ভিডিও শেয়ার করে আরেক কিংবদন্তি পেসার শোয়েব আখতার লিখেছেন, ‘আমাদের জাতীয় বীরকে এভাবে দেখতে পারাটা হৃদয়বিদারক। ইমরান খানকে এভাবে মারধর করা হচ্ছে, তিনি আহত! পাকিস্তানকে এখনো তার অনেক কিছু দেয়া বাকি রয়েছে। আমরা কোন দিকে যাচ্ছি? আমাদের জাতীয় বীরের প্রতি কিছুটা সম্মান দেখান দয়া করে।’

 
১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের আরেক সদস্য ওয়াকার ইউনিস লিখেছেন, ‘অধিনায়ক, আমরা আপনার পেছনে আছি। অন্যায়-অবিচার এক সময় স্বাধীনতাই এনে দেয়। আপনি আরও শক্তিশালী হয়ে আসুন।’ দেশবাসীর প্রতি ওয়াকার আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন আমরা সবাই মিলে আমাদের নেতা ও স্বাধীনতাকে রক্ষা করি।’

কেবল ইমরান খানের সতীর্থরাই নয়, পাকিস্তান ক্রিকেট দলের সাবেক সদস্যরাও তার গ্রেফতারের নিন্দা করেছেন। তাদের মধ্যে একজন হলে মোহাম্মদ হাফিজ। ইমরান খানের গ্রেফতারের ভিডিও শেয়ার করে ঘটনার প্রতিবাদ জানিয়ে মোহাম্মদ হাফিজ লিখেছেন, ‘এটি সত্যিই বেদনাদায়ক ও নিন্দনীয় কাজ।’


এডিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ