• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

তাওহিদ দলের প্রয়োজনে যে কোনো পজিশনে খেলতে রাজি

প্রকাশিত: মে ১১, ২০২৩, ০১:২৬ এএম

তাওহিদ দলের প্রয়োজনে যে কোনো পজিশনে খেলতে রাজি

নিজস্ব চিত্র

ক্রীড়া ডেস্ক

জাতীয় দলে সুযোগ পাওয়ার খুব বেশিদিন হয়নি তাওহিদ হৃদয়ের। তবে এরই মধ্যে নিজের ব্যাটিং প্রতিভার জানান দিয়েছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী এই ব্যাটার। এ তরুণ বর্তমানে টাইগারদের মিডল অর্ডারে ব্যাটিং করলেও দলের প্রয়োজনে ব্যাটিং অর্ডারের যে কোনো জায়গায় ব্যাট করতে রাজি তিনি।

গত বিপিএল দিয়ে আলোড়ন তুলে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তাওহিদ। ঘরোয়া লিগে সাধারণত ৪-৫ নম্বরে ব্যাট করা তাওহিদ জাতীয় দলেও একই পজিশনেই ব্যাট করার সুযোগ পাচ্ছেন। তবে দল চাইলে অন্য পজিশনেও ব্যাট করতে আপত্তি নেই তার।

তিনি বলেন, ‍‍`ঘরোয়া ক্রিকেটে সাধারণত আমি ওয়ানডেতে ৪-৫ নম্বর এ ব্যাট করে থাকি। যদি দল চায় অন্য কোথাও খেলাবে, সেটাই হবে। দলের চাহিদা অনুযায়ী সবসময় চেষ্টা করব, দলের জন্য কিছু করতে।‍‍`

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত মাত্র দুটি সিরিজেই খেলার সুযোগ হয়েছে তাওহিদের। তবে মাঠে সতীর্থদের সঙ্গে তার রসায়ন দেখলে বোঝার উপায় নেই যে, মাত্রই তিনি জাতীয় দলের ড্রেসিংরুমে এসেছেন। জাতীয় দলে এতো সাবলীলভাবে মানিয়ে নেওয়ার পেছনে তিনি কৃতিত্ব দিচ্ছেন সিনিয়রদেরই। সতীর্থদের থেকে তিনি যে সমর্থন, স্নেহ ও ভালোবাসা পাচ্ছেন তাতে তার নিজেরই মনে হচ্ছে না, এই জায়গায় তিনি নতুন।

তাওহিদ বলেন, ‍‍`সবাই খুব হেল্পফুল। কখনো কাউকে মনে হয় না খুব সিনিয়র। সবার সঙ্গেই ফ্রি। যখন যার যেটা প্রয়োজন সবাই অনেক হেল্প করেন। আমি মনে করি, এখন যে অবস্থায় আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। এটা ধরে রাখতে পারলে ভালো ফল হবে,ইনশাআল্লাহ।

তিনি যোগ করেন, ‍‍`আমাদের বন্ডিং অনেক ভালো। এখানে এসে মনেই হয়নি আমি নতুন খেলোয়াড়। আগেও একসাথে খেলেছি। কিন্তু জাতীয় দলে তো প্রথম দুই সিরিজ। একবারও অস্বস্তি বোধ করিনি। সবার কাছ থেকে সাপোর্ট পাচ্ছি।‍‍`

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ