• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে দর্শক নিষিদ্ধের সিদ্ধান্তে রাজশাহীবাসী ক্ষুব্ধ

প্রকাশিত: মে ১১, ২০২৩, ১২:৩৪ এএম

পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে দর্শক নিষিদ্ধের সিদ্ধান্তে রাজশাহীবাসী ক্ষুব্ধ

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বৃহস্পতিবার (১১ মে) মাঠে গড়াচ্ছে দুই দলের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ।

মঙ্গলবার (৯ মে) রাজশাহী পৌঁছানোর পর আজ বুধবার (১০ মে) প্রাকটিস করেছে দুদলের খেলোয়াড়রা। ম্যাচের আগের দিন আজ দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হয় পাকিস্তান ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টিম ম্যানেজমেন্ট। ম্যাচকে ঘিরে তারা জানিয়েছেন প্রত্যাশার কথা। দুদলই জয়ের ব্যাপারে আশাবাদী।

১৩ বছর পর রাজশাহীতে আন্তর্জাতিক ক্রিকেট হওয়ায় ম্যাচগুলো গ্যালারিতে বসে দেখবেন এমন চিন্তায় আনন্দে ভাসছিলেন ক্রীকেটপ্রেমীরা। তবে ম্যাচের ঠিক একদিন জানা গেল স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ নেই দর্শকদের।। বিসিবির এই সিদ্ধান্তে ক্ষুব্ধ নগরবাসী।

ভেন্যু ম্যানেজার আরেফিন ইসলাম জানিয়েছেন, বিসিবির টপ ম্যানেজমেন্টের সিদ্ধান্তে করা হয়েছে দর্শক নিষিদ্ধ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক  জানিয়েছেন, দর্শকদের খেলা দেখার বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে। বিসিবির সিদ্ধান্ত অনুসারে তা বাস্তবায়ন করা হবে। আগামীকাল ১১ মে থেকে ১৭ মে পর্যন্ত এই ভেন্যুতে অনুষ্ঠিত হবে পাকিস্তান ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ৩টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ।

 

জেকেএস/

আর্কাইভ