• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রেকর্ড সেঞ্চুরি করে এপ্রিল মাসের সেরা ফখর

প্রকাশিত: মে ১০, ২০২৩, ০৬:৩০ পিএম

রেকর্ড সেঞ্চুরি করে এপ্রিল মাসের সেরা ফখর

ক্রীড়া ডেস্ক

গত মাসে চারটি টি ২০ ও দুটি ওয়ানডে খেলেছেন ফখর জামান। টি ২০তে খুব ভালো করতে না পারলেও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়ে পাকিস্তানকে জেতান এই বাঁ-হাতি ওপেনার। 

১১৭ ও ১৮০* রানের সেই অসাধারণ দুটি ইনিংসের সুবাদে মঙ্গলবার আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন ফখর। 

মাসসেরার লড়াইয়ে তিনি হারিয়েছেন শ্রীলংকার প্রবাথ জয়সুরিয়া ও নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যানকে। মেয়েদের বিভাগে থাইল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসাবে মাসসেরা হয়েছেন নারুয়েমল চাওয়াই।

নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ৯০.৭৫ গড়ে ৩৬৩ রান করে ফখর হয়েছেন সিরিজসেরা। এপ্রিল মাসে হওয়া প্রথম দুই ওয়ানডেতে করেছেন সেঞ্চুরি। ওয়ানডেতে ৬৭ ইনিংসে ৩০০০ রান করে পাকিস্তানের দ্রুততম ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। বিশ্বের ১২ তম ব্যাটার আর পাকিস্তানের চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরির হ্যাটট্রিকও করেছেন ফখর। 

 

বিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ