• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মেসিকে যে ক্লাবে দেখতে চান স্কালোনি

প্রকাশিত: মে ১০, ২০২৩, ০৬:১৮ পিএম

মেসিকে যে ক্লাবে দেখতে চান স্কালোনি

ক্রীড়া ডেস্ক

বিশ্ব ক্রীড়াঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত ইস্যু লিওনেল মেসির দলবদল। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ট্রান্সফার বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বেশ সরব রয়েছে। মঙ্গলবার হঠাৎই আলোড়ন তৈরি করা একটি খবর প্রকাশ করে বার্তা সংস্থা এএফপি। তাদের দাবি, আগামী মৌসুমে বিশাল অঙ্কের চুক্তিতে সৌদি আরবের ক্লাব ফুটবলে খেলবেন আর্জেন্টাইন মহাতারকা। এমনকি এরই মধ্যে তাদের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছেন বলে জানানো হয়েছে। তবে এরপরই সেই তথ্যকে ভুয়া বলে উড়িয়ে দেন মেসির বাবা জর্জ মেসি। মেসির দলবদল নিয়ে সরগরম পরিস্থিতিতে নিজের মতামত জানিয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি।

এর আগে একটি সূত্রের বরাতে এএফপি জানিয়েছিল, ‘এটা একটা বিশেষ চুক্তি। যা অবশ্যই বিশাল অঙ্কের। আমরা এই চুক্তির কাজ এখন গুছিয়ে আনার পথে আছি।’ 

তবে এরপর সম্পূর্ণ ভিন্ন খবর দেন দলবদলের নির্ভরযোগ্য সূত্র খ্যাত ইতালিয়ান প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তিনি সাফ জানিয়ে দেন যে, আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে নতুন করে কোনো চুক্তিই হয়নি। এমনকি মহাতারকার দলবদলের ব্যাপারে পরিস্থিতির এখনও কোনো পরিবর্তন হয়নি বলেও জানান তিনি।

প্রায় একই সুরে এএফপি প্রকাশিত তথ্যের বিপরীতে বিবৃতি দিয়েছেন মেসির বাবা ও এজেন্ট জর্জ মেসি। যাতে তিনি স্পষ্ট করে বলেছেন, ‘আগামী মৌসুমের ব্যাপারে এখনও কোনো ক্লাবের সঙ্গে আমাদের কিছুই হয়নি। পিএসজিতে চলতি মৌসুম শেষেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো। লিওর (মেসি) নাম সর্বদা চারপাশে ব্যবহার করা হয়, তবে এতটুকুন নিশ্চয়তা দিতে পারি যে স্বাক্ষরিত, সম্মত বা এমনকি মৌখিকভাবে সম্মত হওয়ার মতোও কিছুই হয়নি এবং এটি মৌসুম শেষ হওয়ার আগে হবেও না।’

আর্জেন্টাইন অধিনায়কের দলবদলের ব্যাপারে মতামত জানতে স্কালোনির মুখোমুখি হয় কাতারের সংবাদমাধ্যম আল-কাস। সেখানে জাতীয় দলের এই কোচ মেসির সন্তুষ্টিকেই সবার ওপরে রাখতে চান, ‘তাকে যেখানে ইচ্ছা যেতে দিন, যে ক্লাবে সে সতীর্থ ও সমর্থকদের নিয়ে স্বস্তিবোধ করবে। জাতীয় দলের কোচ হিসেবে এটা আমাকে একটুও প্রভাবিত করছে না। আমাদের সঙ্গে যোগ দেওয়ার সময় সে খুশি থাকলেই হলো, তাকে আমরা হাসিখুশি দেখতে চাই।’

এদিকে, পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ হচ্ছে চলতি বছরের জুনে। ফরাসি ক্লাবে তার চুক্তি আর নবায়ন করা হবে না বলে ইতোমধ্যেই দুপক্ষ জানিয়েছে। যদিও গুঞ্জন উঠেছে, মেসিকে দলে রাখতে সুর নরম করেছে ফরাসি জায়ান্টরা। গোল ডটকমের এক প্রতিবেদন বলছে, অধরা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন পূরণে মেসিকে নিয়েই পরিকল্পনা করছে প্যারিস জায়ান্টসরা। এছাড়া, মেসিকে পুনরায় পাওয়ার ব্যাপারে এখনও আশা ছাড়েনি বার্সেলোনা। লা লিগা কর্তৃপক্ষকে সন্তুষ্ট রেখে তারা সম্ভাব্য অর্থনৈতিক নীতি মেনে এই মহাতারকাকে দলে ভেড়াতে চায়।

 

বিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ