• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বড় উপলক্ষে পাকিস্তানের ব্যর্থতায় হতাশ রমিজ

প্রকাশিত: মে ৯, ২০২৩, ১১:৩৮ পিএম

বড় উপলক্ষে পাকিস্তানের ব্যর্থতায় হতাশ রমিজ

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানে নতুন করে ক্রিকেটের জোয়ার আনতে বেশ ভূমিকা রেখেছেন রমিজ রাজা। এক বছরের কিছু বেশি সময় পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব পালনকালীন সময়ে আন্তর্জাতিক পর্যায়ে বেশ ভালো ক্রিকেট খেলেছে পাকিস্তান। এ সময়ে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেছে পাকিস্তান। দেশটিতে সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মতো দল। তবে দারুণ খেললেও বারবার তীরে এসে তরি ডুবানোয় অর্জন বলতে নামের পাশে লেখা হয়নি কিছুই।

২০২১ এর সেপ্টেম্বর থকে ২০২২ এর ডিসেম্বর পর্যন্ত পিসিবির চেয়ারম্যানের পদে ছিলেন রমিজ রাজা। তার সময়ে উল্লেখযোগ্য কিছু সাফল্য থাকলেও অর্জনের খাতায় তেমন কিছুই যোগ করতে পারেনি বাবর আজমেরা। দুটি বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনালে উঠলেও দুবারই হারের মুখ দেখে পাকিস্তান। বারবার তীরে এসে তরি ডোবালেও বোর্ড চেয়ারম্যান হিসেবে এ সময় দলের পাশে থেকেছেন রমিজ। গত ডিসেম্বরে চেয়ারম্যানের  পদ থেকে সরিয়ে দেওয়া হলেও এখনও পাকিস্তান দলের পাশেই আছেন বলে জানান তিনি।

দলের পাশে থাকলেও শিরোপা জিততে ব্যর্থ হওয়ায় হতাশ রমিজ। শুধু শিরোপার লড়াইই নয়, বড় উপলক্ষ বা দারুণ কোনো মাইলফলক সামনে এলেই কেমন মিইয়ে পড়েন বাবর আজম-শাহিন আফ্রিদিরা।


নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্যসমাপ্ত ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান। সিরিজের প্রথম চার ওয়ানডে জিতে প্রথমবারের মতো ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল পাকিস্তান। কিন্তু সিরিজের শেষ ওয়ানডে হেরে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে ফের তিন নম্বরে নেমে গেছে বাবর আজমের দল।

কিউয়িদের ধোয়াইটওয়াশ করতে পারলে শীর্ষস্থানেই থাকত পাকিস্তান। তাই শেষ ম্যাচের হারে হতাশ রমিজ। নিজের ইউটিউব চ্যানেলে সাবেক এই ব্যাটার বলেন, ‍‍`‘ধবলধোলাই করার বড় সুযোগ ছিল পাকিস্তানের সামনে। দুর্ভাগ্যবশত হয়নি। এতে তীব্র অনুশোচনা হবে। ইংল্যান্ডের বিপক্ষেও এমন সুযোগ এসেছিল, যখন আমরা টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে এগিয়ে ছিলাম। এরপরও ওরা (ইংলিশরা) সিরিজ জিতে নিল। একইভাবে আমরা এশিয়া কাপের পুল পর্বে (সুপার ফোর) শ্রীলঙ্কার কাছে হারার পর ফাইনালেও হেরে গেলাম। আসলে পাকিস্তান বড় সুযোগগুলো কাজে লাগাতে পারে না।‍‍`


এডিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ