প্রকাশিত: মে ৯, ২০২৩, ১০:১৬ পিএম
দেশের বাইরে প্রতিকূল কন্ডিশনে কিছুটা নড়বড়ে অবস্থানে রয়েছে বাংলাদেশ। সেই অবস্থানেরই যেন প্রমাণ দিলেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবাল। একজন আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। আর আরেকজন ফিরেছেন দলীয় ১৫ রানে।
মঙ্গলবার (৯ মে) বিকেল পৌনে ৪টায় ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এর আগে ম্যাচটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি।
ব্যাটিংয়ে নেমে মাত্র ৩ রানেই উদ্বোধনী জুটি ভাঙে বাংলাদেশের। প্রথম ওভারে আইরিশদের পক্ষে বল করেন জোশুয়া লিটল। তার প্রথম দুই বল থেকে রান নিতে ব্যর্থ হন দলীয় অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল। তবে তৃতীয় বল থেকে নেন ৩ রান।
স্ট্রাইক পেয়ে প্রথম বলেই আউট হন লিটন দাস। জোশুয়ার দেয়া ইয়োর্কারে সম্পূর্ণ পরাস্থ হন লিটন। বলটি ছিল অফস্ট্যাম্পের ওপরে। আবেদনের সঙ্গে সঙ্গে আঙুল তুলে দেন আম্পায়ার। তাতে দলীয় ৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
এডিএস/