• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
আয়ারল্যান্ড-বাংলাদেশ ওয়ানডে সিরিজ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: মে ৯, ২০২৩, ০৯:৪৪ পিএম

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

বৃষ্টির আশঙ্কা থাকলেও বাংলাদেশ ও আয়ারল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নির্ধারিত সময়ে শুরু হতে যাচ্ছে। প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আইরিশরা। ইংল্যান্ডের চেমসফোর্ডে ম্যাচটি শুরু হচ্ছে বিকেল ৩.৪৫ মিনিটে। ২৪ বছরের মধ্যে এ মাঠে প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচ হতে যাচ্ছে।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশ একাদশে জায়গা হয়নি আইপিএল ছেড়ে দলের সঙ্গে যোগ দেওয়া মুস্তাফিজুর রহমানের। এছাড়া বাদ পড়েছেন ইয়াসির আলি রাব্বিও। অনেক দিন পর সুযোগ পেয়েছেন তাইজুল ইসলাম।

দ্বিপাক্ষিক সিরিজ হলেও এটা বিশ্বকাপ সুপার লিগের অংশ। আয়ারল্যান্ড সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে কিনা তা এ সিরিজের ফলাফলের ওপর নির্ভর করছে। একই সঙ্গে এ সিরিজের ওপর নির্ভর করছে দক্ষিণ আফ্রিকার ভাগ্য। সিরিজে বাংলাদেশ জয় পেলে দক্ষিণ আফ্রিকা সরাসরি বিশ্বকাপ খেলবে। ফলাফল যাই হোক না কেন বাংলাদেশ আগেই বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে। বাংলাদেশ বর্তমানে সুপার লিগের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। এ সিরিজে ফলাফলের ওপর নির্ভর করে বাংলাদেশ দ্বিতীয় বা তৃতীয় স্থানে উঠে আসতে পারে। ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে বাংলাদেশ দ্বিতীয় স্থানে উঠে আসবে। আর ২-১ ব্যবধানে জিতলে তৃতীয় স্থানে।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ