প্রকাশিত: মে ৯, ২০২৩, ০৩:৪৮ এএম
কোপা দেল রে`র ফাইনালের দিন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। যারা রদ্রিগোর বাড়িতে ডাকাতি করেছে, তাদের এখন খুঁজছে স্পেনের পুলিশ।
গত শনিবার (৬ মে) স্পেনের সেভিয়ায় কোপা দেল রে`র ফাইনালে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। সে ম্যাচে জোড়া গোল করে তাদের নায়ক বনে যান রদ্রিগো।
স্পেনের সংবাদমাধ্যমের খবর, যখন রিয়াল মাদ্রিদ ফাইনাল ম্যাচ খেলছিল, তখন রদ্রিগোর বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে। বিষয়টি বাড়ির নিরাপত্তা কর্মী পুলিশকে জানান। তবে ডাকাতরা বাড়ি থেকে কী কী জিনিস চুরি করেছে তা জানা যায়নি।
রদ্রিগো সে বাড়িতে তার বাবা-মা`র সঙ্গে থাকেন। ছেলের ফাইনাল দেখতে তারাও সেভিয়াতে গিয়েছিলো। ফলে তাদের কোন ক্ষয়-ক্ষতি হয়নি।
এবারই যে কোনো ফুটবলারের বাসায় ডাকাতি হয়েছে তা নয়। এর আগেও অনেক ফুটবলারের বাসায়ই এমন ডাকাতির ঘটনা ঘটেছে। গত বছর রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা ও দানি কারভাহালের বাড়িতেও ডাকাতি হয়।
জেকেএস/