• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আর্জেন্টিনার আঞ্চলিক স্পন্সর বিকাশ

প্রকাশিত: মে ৯, ২০২৩, ০৩:৪৩ এএম

আর্জেন্টিনার আঞ্চলিক স্পন্সর বিকাশ

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশে আর্জেন্টিনার বিপুল সমর্থনের গল্পটা আর নতুন নয়। গেল বছর কাতার বিশ্বকাপে দক্ষিণ আমেরিকান দেশটির শিরোপা জয়ের পরও দেখা গেছে তার বহিঃপ্রকাশ। বিশ্বকাপে বাংলাদেশের বিপুল সমর্থনের বিষয়টি মন ছুঁয়েছে আর্জেন্টাইনদের। বিশ্বজয়ের পর বিভিন্ন সময় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এবার বাংলাদেশের সঙ্গে একটি চুক্তিও সারল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

বাংলাদেশে প্রথমবারের মতো আঞ্চলিক স্পন্সরশিপ চুক্তি করেছে এএফএ। বিকাশের সঙ্গে এই চুক্তি করেছে আর্জেন্টাইন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

চুক্তি অনুযায়ী, এখন বাংলাদেশ থেকে সরাসরি আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশনের সাথে কাজ করবে বিকাশ। বিকাশই প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র প্রতিষ্ঠান হিসেবে আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশনের সাথে সরাসরি স্পন্সর হলো। সোমবার এক বিবৃতি দিয়ে (৮ মে) বিকাশের সাথে ব্র্যান্ড পার্টনারশিপ ঘোষণা করেছে এএফএ। 

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ