• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পাকিস্তানের ‘বিশ্বকাপে খেলার সম্ভাবনা কম’

প্রকাশিত: মে ৯, ২০২৩, ০১:৪৮ এএম

পাকিস্তানের ‘বিশ্বকাপে খেলার সম্ভাবনা কম’

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে সেপ্টেম্বরে পাকিস্তানের মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয় কাপ।

ভারত আগেই জানিয়ে রেখেছে তারা এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফরে যাবে না। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এমন ঘোষণার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না এলে বিশ্বকাপ খেলতে ভারত যাবে না পাকিস্তান।

এ ব্যাপারে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি বলেছেন, ‘এশিয়া কাপ খেলতে ভারতীয় দল পাকিস্তানে না এলে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের সম্ভাবনা কম। পাকিস্তান সরকার সীমান্তের ওপারে গিয়ে খেলার অনুমতি নাও দিতে পারে। আসলে ক্রিকেটই ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ