প্রকাশিত: মে ৯, ২০২৩, ০১:৩২ এএম
দীর্ঘ ৩৩ বছর পর ইতালিয়ান সিরি `আ` লিগ শিরোপা নিশ্চিত করেছে নাপোলি। গত বৃহস্পতিবার (৫ মে) উদিনেসের মাঠে ১-১ গোলে ড্র করেই চ্যাম্পিয়ন উৎসবে মাতে লুসিয়ানো স্পালেত্তির শিষ্যরা। ঐতিহাসিক সে রাতে, উদিনেসের মাঠের ঘাস চুরি করে নিয়ে গিয়ে বিক্রি করছে নাপোলির সমর্থকরা।
ম্যারাডোনা যুগের পর আবারো দীর্ঘ ৩৩ বছর পর লিগ শিরোপা জিতেছে নাপোলি। যদিও লিগ শেষ হতে বাকি এখনও কয়েক সপ্তাহ। তবে শিরোপা নিশ্চিতের ম্যাচে নাপোলির সমর্থকরা বুনো উল্লাসে মাতে। আর এমন এক স্মরণীয় দিনে বেশকিছু সমর্থক উদিনেসের মাঠের ঘাস তুলে নিয়ে যায়।
বেশ কিছু ব্রিটিশ সংবাদ মাধ্যম ইতালির লা গামজেত্তা দেল্লো স্পোর্তের বরাতে জানিয়েছে, এক অসাধু ভক্ত মার্কিন ই-কমার্স প্রতিষ্ঠান ই-বেতে উদিনেসে মাঠের মাটিসহ ঘাস বিক্রি করছেন। বিক্রেতা এটিকে ৭০০ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৩ হাজার টাকায় বিক্রয়ের জন্য তালিকাভুক্ত করেছেন।
এর আগে খেলা উদিনেসের মাঠে হলেও উৎসবের জোয়ারে মেতেছিল নাপোলি স্টেডিয়ামও। হাজার হাজার ভক্ত জড়ো হয়েছিলেন সেখানে। উৎসবের মঞ্চটা প্রস্তুতই ছিল নাপোলির জন্য। চ্যাম্পিয়ন হতে দরকার ছিল একটি ড্র। উদিনেসের বিপক্ষে সেই ড্র করেই উল্লাসে মাতে ফুটবলারসহ সমর্থকরা।
জেকেএস/