• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

র‍্যাঙ্কিং হারানোর আক্ষেপ নেই পাকিস্তান অধিনায়কের

প্রকাশিত: মে ৮, ২০২৩, ০৯:৫৯ পিএম

র‍্যাঙ্কিং হারানোর আক্ষেপ নেই পাকিস্তান অধিনায়কের

ক্রীড়া ডেস্ক

ওয়ানডে ক্রিকেট র‍্যাঙ্কিংয়ে পাঁচ থেকে তিন, তারপরে শীর্ষে চড়ে চমক দেখিয়েছিল পাকিস্তান। তবে সেই চমকের ঝলক বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ৪৮ ঘণ্টার সিংহাসন পেয়েছিল বাবর আজমের দল।

রোববার (৭ মে) করাচিতে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয় পাকিস্তান ও নিউজিল্যান্ড। ম্যাচটিতে ৪৭ রানের জয় পায় কিউইরা। আর তাতেই ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে পতন হয় পাকিস্তানের। জায়গা হয় তিনে। বিষয়টি নিয়ে কথা বলেছেন দলটির অধিনায়ক।

বাবর আজম বলেছেন, ‘পরিকল্পনা অনুযায়ী আমরা শেষ করতে পারিনি। ইচ্ছা ছিল র‍্যাঙ্কিং ধরে রাখার। তবে শুরুতে বেশ কিছু উইকেট হারিয়ে ফেলায় ম্যাচ থেকে আমরা বেরিয়ে গেছি। আর নিউজিল্যান্ড খুব ভালো বোলিং করেছে। ফলে আমরা চাহিদা পূরণ করতে পারিনি।’

পাকিস্তান দলপতি আরও বলেছেন, ‘আমি মনে করি, শেষ ম্যাচটি বাদ দিলে গোটা সিরিজ আমাদের খুব ভালো কেটেছে। আমাদের বড় সমস্যা ছিল মিডল অর্ডার নিয়ে। সেখানে আমরা পরীক্ষা করার সুযোগ পেয়েছি। আমাদের ঘাটতির জায়গাটি কিছুটা হলেও কাটিয়ে উঠতে পেরেছি। ফলে সিরিজটি আমাদের জন্য দুর্দান্ত ছিল।’


গত ৫ মে সিরিজের চতুর্থ ম্যাচে ১০২ রানের জয় পেয়েছিল পাকিস্তান। সে সময়ে দলটি অস্ট্রেলিয়া ও ভারতকে পেছনে ফেলে প্রথমবারের মতো ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে ওঠে। কিন্তু সেই আসন দুদিনের বেশি স্থায়ী হয়নি।

১১৩ দশমিক ৪৮৩ রেটিং নিয়ে পাকিস্তান শীর্ষে উঠেছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম ম্যাচ হারের কারণে বাবর আজমের দলের রেটিং ১১২। যেখানে ১১৩ দশমিক ২৮৬ রেটিংয়ে থাকা অস্ট্রেলিয়া আবারও আসন ফিরে পেয়েছে। আর ১১২ দশমিক ৬৩৮ রেটিং নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।


এডিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ