• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অ্যানফিল্ডে সালাহ‍‍`র শততম গোল

প্রকাশিত: মে ৭, ২০২৩, ১২:০১ পিএম

অ্যানফিল্ডে সালাহ‍‍`র শততম গোল

ক্রীড়া ডেস্ক

শিরোপা লড়াইয়ের কোথাও নেই লিভারপুল। সব প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছে। লিগে শীর্ষ চারে থাকার চেষ্টা করে যাচ্ছে। গত রাতে সে চেষ্টায় কিছুটা সফল তারা। ব্রেন্টফোর্ডকে ১-০ গোলে হারিয়ে টেবিলের পাঁচে উঠে এসেছে ক্লাবটি। ১৩ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি সালাহর। বক্সের বাঁ প্রান্ত থেকে ভার্জিল ফন ডাইকের হেড পেয়ে ফিনিশিংটা নিখুঁত করতে পারেননি মিসরীয় ফরোয়ার্ড। ডান পায়ের টোকাটা বলে ঠিকমতো না লাগলেও গোল লাইন পেরিয়ে যায়।

তবে গোলটি মনে রাখবেন সালাহ। লিভারপুলের ১৩১ বছরের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে অ্যানফিল্ডে টানা ৯ ম্যাচে গোল করলেন। লিভারপুলের মাঠে এটি তাঁর শততম গোলও। শততমের মাইলফলক ছুঁয়েছেন আরও একজন। লিভারপুলের হয়ে ১০০তম ‘ক্লিন শিট’ (গোল না খাওয়া) ম্যাচ খেললেন গোলকিপার আলিসন বেকার।

প্রিমিয়ার লিগে টানা ষষ্ঠ এ জয়ে ৩৫ ম্যাচে ৬২ পয়েন্ট সংগ্রহ দাঁড়াল লিভারপুলের। ৩৩ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে চারে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ব্যবধান একমাত্র ১ পয়েন্টের। চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমে খেলা জিইয়ে রেখেছে ক্লপের দল।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ