• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
নিজ দেশের জন্য

আইপিএল ছাড়লেন জশুয়া লিটল

প্রকাশিত: মে ৭, ২০২৩, ০১:১৩ এএম

আইপিএল ছাড়লেন জশুয়া লিটল

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

শুধু ভারত নয়, গোটা ক্রিকেট বিশ্বে অনন্য নজির স্থাপন করেছে আইপিএল। ভারতীয় এই টুর্নামেন্টটিতে খেলতে অপেক্ষায় থাকেন ক্রিকেট তারকারা। এবারের আইপিএলে প্রথমবারের মত খেলার সুযোগ পেয়েছিলেন আইরিশ পেসার জশুয়া লিটল। তবে নিজ দেশের খেলা থাকায় আইপিএল ছাড়তে হচ্ছে লিটলকে।

আগামী ৯ মে থেকে ইংল্যান্ডের চেমসফোর্ডে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওই সিরিজকে সামনে রেখে আইপিএল ছেড়েছেন লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। এবার সেই পথে হাঁটলেন প্রতিপক্ষের পেসার লিটল। 


অবশ্য লিটন-মুস্তাফিজদের থেকে আইপিএল পারফরমেন্সে এগিয়ে ছিলেন জশুয়া লিটল। গুজরাট টাইটান্সের হয়ে ৮ ম্যাচে ২৯ ওভার বল করে গুরুত্বপূর্ণ ৬টি উইকেট তুলে নিয়েছেন লিটল। যেখানে ম্যাচ খেলার তেমন সুযোগ পাননি কলকাতা নাইট রাইডার্সের লিটন দাস ও দিল্লি ক্যাপিটালসের মুস্তাফিজুর রহমান। 

এ দিকে এর আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে না খেলে আইপিএলে যোগ দিয়েছিলেন লিটল। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। বাংলাদেশকে ৩-০ তে হারাতে পারলে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার দৌঁড়ে এগিয়ে যাবে আয়ারল্যান্ড। ফলে এমন গুরুত্বপূর্ণ খেলায় দলে নেয়া হয়েছে লিটলকে।

 

জেকেএস/

আর্কাইভ