প্রকাশিত: মে ৭, ২০২৩, ১২:৪৪ এএম
প্রথমবারের মতো আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছে পাকিস্তান। দলের এই বড় অর্জনের পিছনে বড় দায়িত্ব পালন করেছেন বাবর আজম। ব্যাট হাতে ভালো করার পাশাপাশি নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিয়েছেন তিনি। তবে দলের বড় অর্জনের পিছনে দলীয় চেষ্টাকেই দেখছেন পাকিস্তানের অধিনায়ক।
শুক্রবার (৫ মে) পাকিস্তানের করাচিতে সিরিজের চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডকে ১০২ রানে হারায় পাকিস্তান। তাতেই অস্ট্রেলিয়া ও ভারতকে পিছনে ফেলে তালিকার শীর্ষে জায়গা করে নেয় বাবর আজমের দল। দলের বড় অর্জনের দিনে সেঞ্চুরিও করেছেন পাকিস্তান দলপতি।
র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে বাবর আজম বলেন, ‘পাকিস্তান এখন এক নম্বরে রয়েছে। এজন্য দলটিকে অভিনন্দন জানাই। ভক্তদের সমর্থন, পকিস্তান ক্রিকেট বোর্ডসহ দলীয় প্রচেষ্টার ফল এটি। বিশেষ করে গুরুত্বপূর্ণ মুহূর্তে দল যেভাবে পারফরমেন্স করেছে, তার প্রশংসা না করে পারছি না।’
পাকিস্তানের অধিনায়ক আরও বলেন, ‘এই অর্জন আমার জন্যও ভীষণ সম্মানের। আমি দলের এই মুহূর্তের সাক্ষী হতে পেরে গর্ববোধ করছি। আমরা দলীয়ভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি এবং সকলে সেটি বিশ্বাস করে পারফরমেন্স করেছেন। এ যাত্রায় আমরা নেতিবাচক বিষয়গুলো দূরে রাখার চেষ্টা করেছি। আমার বিপদের মুহূর্তে যারা পাশে থেকেছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
জেকেএস/