• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ব্যক্তিগত প্রয়োজনে আইপিএল ছাড়লেন নরকিয়া

প্রকাশিত: মে ৬, ২০২৩, ১১:১২ পিএম

ব্যক্তিগত প্রয়োজনে আইপিএল ছাড়লেন নরকিয়া

ক্রীড়া ডেস্ক

আইপিএলে এবারের আসরের শুরুটা ভালো হয়নি দিল্লির। প্রথম পাঁচ ম্যাচের সবগুলোতে হেরেছে মুস্তাফিজুর রহমানের দল। শেষ চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতলেও তলানিতেই আছে দলটি। এরই মধ্যে আরেকটি দুঃসংবাদ এল দিল্লী শিবিরে।

শেষ চার ম্যাচে দিল্লির বোলিংয়ের অন্যতম অস্ত্র ছিলেন এনরিক নরকিয়া। তবে আপাতত এই পেসারকে দলে পাচ্ছে না দিল্লী। পারিবারিক কারণে হঠাৎ করেই দেশে ফিরে গেছেন দক্ষিণ আফ্রিকান এই পেসার।

শুক্রবার রাতে দেশের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন নরকিয়া। শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দলটি।
 
দিল্লীর খেলা ৯ ম্যাচের মধ্যে ৮টিতেই দলটির একাদশে ছিলেন নরকিয়া। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে শনিবারের ম্যাচে তাকে নিশ্চিতভাবেই পাওয়া যাবে না।


নরকিয়ার অনুপস্থিতিতে কপাল খুলতে পারে তারই জাতীয় দলের সতীর্থ লুঙ্গি এনগিদির। নরকিয়ার অনুপস্থিতিতে দলে সুযোগ পেতে পারেন এই পেসার। আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের হয়ে খেলতে কয়েকদিন আগেই আইপিএল ছেড়েছেন দিল্লীর আরেক পেসার মুস্তাফিজুর রহমান।


এডিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ