• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘আফগানিস্তানে এক হাজারের বেশি লেগ স্পিনার আছে’

প্রকাশিত: মে ৬, ২০২৩, ০৭:৪২ পিএম

‘আফগানিস্তানে এক হাজারের বেশি লেগ স্পিনার আছে’

ক্রীড়া ডেস্ক

বিশ্ব ক্রিকেটে স্পিনারদের মধ্যে এখন আফগানিস্তানের দাপটই সবচেয়ে বেশি। লেগ স্পিনার রশিদ খান তো দলে বিপ্লবই এনেছেন। তার দেখাদেখি নাকি আফগানিস্তানে প্রচুর লেগিও বেড়েছে। আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে ম্যাচ খেলার পর এ কথা বলেন তিনি।

রশিদ খানের মতে, তাদের দেশে নাকি এখন হাজারের চেয়েও বেশি লেগ স্পিনার আছে। সেটাও নাকি তার থেকে অনুপ্রাণিত হয়েই। ধারাভাষ্যকার হার্শা ভোগলের ‘তোমাদের দেশে কতজন লেগ স্পিনার আছে’ প্রশ্নে রশিদ বলেন, ‘সত্যি বলতে এখন ১ হাজারেরও বেশি। আমি অনেক একাডেমিতে গেছি। অনেক ধরনের লেগ স্পিনার দেখেছি।’

২০১৭ সালে প্রথমবার আইপিএলে খেলেন রশিদ। তখন নাকি আফগানিস্তানে আড়াইশ’র মতো লেগ স্পিনার ছিল। রশিদ বলেন, ‘হ্যাঁ, আগেরবার বলেছিলাম আড়াইশ। সংখ্যাটা তখন এমনই ছিল। তবে এখন আরও অনেক বেশি। সেটা তো আইপিএলে আমার প্রথম বছর ছিল। এটা দেশের মানুষের ওপর প্রভাব ফেলেছিল। আমি ৫-৬ বছর ধরে আইপিএল খেলছি। দেশে লেগ স্পিনারের সংখ্যাটাও বেড়ে গেছে।’


রশিদকে দেখে আফগানিস্তানের তরুণরা শুধু অনুপ্রেরণাই নেন না। আলোচিত এ স্পিনারকে শুভকামনাও জানান। রশিদ বলেন, ‘আমি অনেক তরুণের কাছ থেকে শুভকামনা পাই। তারা প্রত্যেকেই ভালো, তবে সুযোগ পায় না। মুজিব উর রহমান, জহির খান, কাইস আহমেদরা আইপিএলে দল পায়নি। তবে ভবিষ্যতে নিশ্চয়ই পাবে। তারাও অনেক কার্যকরী বোলার।’


এডিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ