• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

বাবর আজমের সেঞ্চুরিতে রানের পাহাড়ে পাকিস্তান ক্রিকেট দল

প্রকাশিত: মে ৬, ২০২৩, ০২:৪৪ এএম

বাবর আজমের সেঞ্চুরিতে রানের পাহাড়ে পাকিস্তান ক্রিকেট দল

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

বাবর আজমের সেঞ্চুরিতে রানের পাহাড়ে পাকিস্তান ক্রিকেট দল। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৩৩৪ রানের পাহাড় গড়ে স্বাগতিকরা।

দলের হয়ে ১১৭ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে ১০৭ রান করেন বাবর আজম। ওয়ানডে ক্রিকেটে ৯৯তম ম্যাচে ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি হাঁকান বাবর।

পাকিস্তানের এই তারকা ক্রিকেটার ৪৭ টেস্টে ৯টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ১০৪ ম্যাচে ৩টি সেঞ্চুরি করেন বাবর।

শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে পাকিস্তান। দলের হয়ে বাবর আজম সেঞ্চুরি করেন। ৪৬ বলে ৫৮ রান করেন আগা আসলাম। ৫৫ বলে ৪৪ রান করেন শান মাসুদ।

টানা তিন ম্যাচে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। আজ এবং শেষ ওয়ানডেতে জয় পেলে হোয়াইটওয়াশ হবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

পাকিস্তান সফরের শুরুতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে (২-২) ব্যবধানে ড্র করে নিউজিল্যান্ড। সিরিজের চতুর্থ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ