• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশ হুইল চেয়ার দল সিরিজ খেলতে যাচ্ছে ভারতে

প্রকাশিত: মে ৬, ২০২৩, ১২:৪০ এএম

বাংলাদেশ হুইল চেয়ার দল সিরিজ খেলতে যাচ্ছে ভারতে

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ভারতে যাচ্ছে বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দল। শনিবার (৬ মে) সকাল সাড়ে ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে করে ক্রিকেটাররা কলকাতায় পৌঁছাবেন।

শুক্রবার (৫ মে) রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে রওনা হয়ে ঢাকায় আসবে হুইল চেয়ার দল। এদিন বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডিডিএফ হুইল চেয়ার ক্রিকেট দলের প্রতিষ্ঠাতা মো. হেদায়েতুল আজিজ মুন্না জানান, ২০১৯ সালে ত্রিদেশীয় হুইল চেয়ার ক্রিকেট সিরিজে ভারত-নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ দল। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে ভারত হুইল চেয়ার ক্রিকেট টিমের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে তারা ভারতে যাচ্ছেন।

এ সিরিজ নিয়ে এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। জয়ের ব্যাপারে বাংলাদেশ শতভাগ আশাবাদী। এজন্য সবার কাছে দোয়া চান তারা। সবকিছু ঠিক থাকলে সিরিজ শেষ করে আগামী ১১ মে ক্রিকেট দলের দেশে ফেরার কথা রয়েছে।
 

জেকেএস/

আর্কাইভ