প্রকাশিত: মে ৬, ২০২৩, ১২:৩৫ এএম
কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান বোলিং আক্রমণে এক সময় দ্যুতি ছড়িয়েছিলেন ক্রিকেট বিশ্বে। বর্তমানে সময়টা ভালো না গেলেও তিনি প্রভাব ফেলেছেন বেশ কিছু বোলারের মনে। যাদের একজন ভারতের চেতান সাকারিয়া। যিনি টাইগার পেসারকে মানেন কোচ হিসেবেই।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বিরতি নিয়ে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে ইংল্যান্ডের উদ্দেশে বৃহস্পতিবার (৪ মে) যাত্রা করেছেন মুস্তাফিজ। চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আইপিলে বেশিরভাগ সময় বেঞ্চে কাটালেও লাল সবুজ জার্সিতে মাঠ মাতাতে চান এ পেসার।
বিমানে উঠেই জানান দিলেন, এবার সময়টা জাতীয় দলের জন্য। দোয়া চাইলেন পুরো দলের জন্য। সামাজিক মাধ্যমে মুস্তাফিজ লেখেন, ‘এখন জাতীয় দলের দায়িত্ব পালনের সময়। বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের জন্য ইংল্যান্ডের উদ্দেশে যাত্রা করছি। বাংলাদেশ দলকে আপনাদের দোয়ায় রাখবেন।’
ইনস্টাগ্রামে তার এ পোস্টে কোচ সম্বোধন করে মন্তব্য করেছেন ভারতের পেসার চেতান সাকারিয়া। দিল্লি ক্যাপিটালসে খেলার সুবাধে দুজনের পরিচয় বছরখানেক আগে। দিল্লির অনুশীলনে প্রায় তাকে মুস্তাফিজ থেকে পরামর্শ নিতে দেখা যেত। এবার তিনিই প্রকাশ্যেই উল্লেখ করলেন কোচ হিসেবে।
সাকারিয়া লেখেন, ‘শুভ কামনা কোচ। কিছু টিপস পাঠান।’
তবে দুঃখের বিষয়, চলতি আইপিএলে কোচের মতোই অবস্থা সাকারিয়ার। মুস্তাফিজ দুই ম্যাচে খেলার সুযোগ পেলেও ভারতীয় পেসার দিল্লির হয়ে খেলেছেন মাত্র এক ম্যাচে। সে ম্যাচে সাকারিয়া ২ উইকেট তুলে নিলেও খরচ দিয়েছেন ৫৩ রান।
জেকেএস/