• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘সূর্য ২২ জন ফিল্ডারকেও ফাঁকি দিতে পারবে’

প্রকাশিত: মে ৫, ২০২৩, ০৫:৩৬ পিএম

‘সূর্য ২২ জন ফিল্ডারকেও ফাঁকি দিতে পারবে’

ক্রীড়া ডেস্ক

বুধবার রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। মোহালিতে টস জিতে প্রথমে বোলিং করতে নামে মুম্বাই। ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন ও উইকেটরক্ষক জিতেশ শর্মার ব্যাটিংয়ে ২০ ওভারে ৩ উইকেটে ২১৪ রানের বড় সংগ্রহ পায় পাঞ্জাব।

চতুর্থ উইকেটে ৫৩ বলে অবিচ্ছিন্ন ১১৯ রান যোগ করেন তারা। ৭টি চার ও ৪টি ছক্কায় ৪২ বলে অপরাজিত ৮২ রান করেন লিভিংস্টোন। ২৭ বলে ৫টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৪৯ রান করেন জিতেশ। মুম্বাইয়ের স্পিনার পিযুষ চাওলা ২ উইকেট নেন।

রান তাড়া করতে নেমে অধিনায়ক রোহিত শর্মা শূন্য ও অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিন ২৩ রানে বিদায় নেন। তৃতীয় উইকেটে ৫৫ বলে ১১৬ রান তুলে মুম্বাইয়ের জয়ের পথ তৈরি করেন ইশান কিশান ও সূর্যকুমার যাদব। ৭টি চার ও ৪টি ছক্কায় ৪১ বলে ৭৫ রান করেন কিশান। ৮টি চার ও ২টি ছক্কায় ৩১ বলে ৬৬ রান করেন সূর্য।

শেষ দিকে তিলক ভার্মার ১০ বলে অপরাজিত ২৬ ও টিম ডেভিডের ১০ বলে অপরাজিত ১৯ রানে ৭ বল বাকী থাকতে জয়ের স্বাদ পায় মুম্বাই। ম্যাচ সেরা হন কিশান।

তবে এই ম্যাচে সূর্যকুমারের ব্যাটিং আরো একবার মুগ্ধ করেছে সাবেক পাকিস্তানি স্পিনার দানিশ কানেরিয়াকে। নিজের ইউটিউব চ্যানেলে কানেরিয়া বলেন, ‘সূর্যকুমার যেভাবে ব্যাট করতেছিল, শিখর ধাওয়ান (পাঞ্জাব অধিনায়ক) কোনো পথই খুঁজে পাচ্ছিল না। ১১ খেলোয়াড়ের কথা বাদ দেন, মাঠে যদি ২২ জন ফিল্ডারও থাকে তবু সূর্য সহজেই গ্যাপ বের করে ফেলবে। সে পয়েন্টের ওপর দিয়ে একটা ছক্কা হাঁকাল, এরপর ফ্লিক শটেও বলকে মাঠের বাইরে পাঠাল। বোলিং করার জন্য বোলাররা কোনো জায়গাই পাচ্ছিল না।’

 

বিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ