• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

হাইভোল্টেজ ম্যাচে জার্মানির মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড

প্রকাশিত: জুন ২৯, ২০২১, ০৫:২৪ পিএম

হাইভোল্টেজ ম্যাচে জার্মানির মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

ইউরোপীয়ান ফুটবলের শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চ ইউরো কাপে আজ এক হাইভোল্টেজ ম্যাচের অপেক্ষায় গোটা বিশ্ব। মঙ্গলবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপিয়ান অঞ্চলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী জার্মানি ও ইংল্যান্ড।

ইউরোপ সেরার মঞ্চে ১৯৬৬ সালের পর নকআউট পর্বে জার্মানিকে কখনো হারাতে পারেনি ইংল্যান্ড। তবে মুখোমুখি লড়াইয়ে দুই দলই আছে সমান অবস্থানে। ৩২ বারের দেখায় সমান ১৩টি করে জয় দুই দলের। 

ইউরো কাপে দুই দলের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান দেখে নেয়া যাক। কতবার নকআউটে উঠেছে দুই দল। কতবার খেতাব জিততে সক্ষম হয়েছে জার্মানি ও ইংল্যান্ড, তা দেখে নেয়া যাক।

নকআউটে ইংল্যান্ডের পরিসংখ্যান : ইউরো কাপে মোট পাঁচবার নকআউট পর্বে উঠেছে ইংল্যান্ড। টুর্নামেন্টের ১৯৬৮ সালের সংস্করণে তৃতীয় হয়েছিল ইংলিশ দল। ১৯৯৬ সালের ইউরো কাপের সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছিল তাদের। ২০০৪ ও ২০১২ সালের ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন ব্রিটিশরা। ২০১৬ সালে রাউন্ড অফ সিক্সটিন থেকে ফিরে আসতে হয়েছিল তাদের।

নকআউটে জার্মানির পরিসংখ্যান : ইউরো কাপের অন্যতম সফল দল বলা চলে জার্মানিকে। এখনো পর্যন্ত তারা তিনবার (১৯৭২, ১৯৮০ ও ১৯৯৬) চ্যাম্পিয়ন হয়েছে। ১৯৯২ ও ২০০৮ সালের ইউরো কাপে রানার্সআপ হয়েছিল জার্মানি। ১৯৮৮, ২০১২ ও ২০১৬ সালের ইউরো কাপের সেমিফাইনালে পৌঁছেছিল থমাস মুলারের দল।

ইউরো কাপের ইতিহাসে এখন পর্যন্ত ৫২টি ম্যাচ খেলেছে জার্মানি। ২৭টি ম্যাচ জিতেছে, ১৩টি হেরেছে। ১২টি ম্যাচ ড্র করেছে তারা। টুর্নামেন্টে এখনো পর্যন্ত ৭৮টি গোল করেছে তিনবারের চ্যাম্পিয়নরা। ৫৩টি গোল জার্মানির বিরুদ্ধে করেছে প্রতিপক্ষ শিবির। ১৯৬০, ১৯৬৪ ও ১৯৬৮ সালের ইউরো কাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল জার্মানি।

অপরদিকে ইংল্যান্ড ইউরো কাপের শুরু থেকে এখন পর্যন্ত ৩৪টি ম্যাচ খেলেছে। ১২টি ম্যাচ জয়ের পাশাপাশি ১২টি হেরেছে। ১০টি ম্যাচ ড্র দিয়ে শেষ করেছে ইংল্যান্ড। ইউরো কাপে ৪২টি গোল করেছে ইংল্যান্ড। ৩৫টি গোল ইংল্যান্ডের বিপক্ষে দিয়েছে প্রতিপক্ষ দল। ১৯৬০, ১৯৬৪, ১৯৭২, ১৯৭৬, ১৯৮৪ ও ২০০৮ সালের ইউরো কাপে যোগ্যতা অর্জন করতে পারেনি ইংল্যান্ড।

জেডআই/সবুজ/এএমকে

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ