• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে অধিনায়ক আফিফ

প্রকাশিত: মে ৪, ২০২৩, ০৪:১০ পিএম

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে অধিনায়ক আফিফ

ক্রীড়া ডেস্ক

আফিফ হোসেনকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে রাখা হয়েছে টেস্ট দলের নিয়মিত মুখ জাকির হাসান ও নাঈম হাসান এবং রিশাদ হোসেন ও রেজাউর রহমানদের মতো তরুণদের।

তিনটি চার দিনের ম্যাচ খেলার জন্য এরই মধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। প্রথম ম্যাচ শুরু হবে ১৬ মে। পরের দুটি ম্যাচ শুরু হবে যথাক্রমে ২৩ মে ও ৩০ মে। সব ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

বাংলাদেশ ‘এ’ দল: আফিফ হোসেন (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, মোহাম্মদ নাঈম, মাহমুদুল হাসান, জাকের আলী, শাহাদাত হোসেন, নাঈম হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান, তানজিম হাসান ও রিপন মণ্ডল।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ