• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বাবর এবার অভিনয়ে প্রশংসা কুড়ালেন

প্রকাশিত: মে ৩, ২০২৩, ১১:২৯ পিএম

বাবর এবার অভিনয়ে প্রশংসা কুড়ালেন

ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন বাবর আজম। পাকিস্তানের এই তারকা ওপেনার ধারাবাহিক পারফর্ম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। 

পাকিস্তানের এ সময়ের অন্যতম সেরা ক্রিকেটার এবং বিশ্ব ক্রিকেটের সেরা পাঁচ তারকার মধ্যে অন্যতম বাবর আজম। 

ক্রিকেট মাঠে সফল পাকিস্তানের এই অধিনায়ক এবার অভিনয়েও নাম লেখালেন। কোমল পানীয়ের একটি বিজ্ঞাপনে খুবই স্মার্ট পারফর্ম করে প্রশংসা কুড়ালেন ২৮ বছর বয়সি এই তারকা। 

বিজ্ঞাপনটিতে বাবর আজমের সঙ্গে দেখা যায় পাকিস্তান জাতীয় দলে তার সতীর্থ পেস বোলার নাসিম শাহকে। বাবরের অভিনয় ক্ষমতা এবং মুখের অভিব্যক্তি অসাধারণ। একজন অভিনয়শিল্পী হিসেবে তার বহুমুখিতা এবং বিভিন্ন উপায়ে শ্রোতাদের সাথে সংযোগ করার ক্ষমতাকে তুলে ধরেছেন।

এটা স্পষ্ট হলো যে, ক্রিকেটে সাফল্যের পাশাপাশি অভিনয়েও প্রতিভা রয়েছে বাবর আজমের। ভবিষ্যতে তার এই দক্ষতা কাজে দেবে। 

 

বিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ