প্রকাশিত: মে ৩, ২০২৩, ১০:০৪ পিএম
ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির রেকর্ডের লড়াইটা বেশ জমজমাট। কখনো কোনো মাইলফলকে মেসি রোনালদোকে টপকে যান, কখনো রোনালদো টপকান মেসিকে। কয়েক মাস আগে রোনালদো যখন হতাশায় হাবুডুবু খাচ্ছেন তখন মেসি জয় করেছেন বিশ^কাপ। তবে রোনালদোর জন্য একটা সুখবর নিয়ে এসেছে ফোর্বস ম্যাগাজিন। যুক্তরাষ্ট্রের ম্যাগাজিনের তথ্য অনুসারে গত ১২ মাসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের তালিকায় নেতৃত্ব দিচ্ছেন রোনালদো। তারপরে রয়েছেন মেসি।
ফোর্বসের তালিকা অনুসারে আয়ে তৃতীয় স্থানে ফ্রান্সের ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। ফলে সেরা তিন স্থানটা দখলে রেখেছেন ফুটবল মাঠের সৈনিকরা। গত বছর ইউরোপ থেকে রোনালদো পাড়ি জমান এশিয়ার দেশে সৌদি আরবে। মধ্যপ্রাচ্যের দেশটির ক্লাবে বিশাল অংকের ট্রান্সফার ফিতে নাম লেখানোর কারণে পারিশ্রমিকের লড়াইয়ে বড় লাফ দিয়েছেন পর্তুগীজ তারকা।
২০২২ সালের ১ মে থেকে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত আয়ের হিসাব করেছে ফোর্বস। মাঠের আয়ের মধ্যে রয়েছে বেতন, বোনাস ও প্রাইজমানি। মাঠের বাইরে রয়েছে স্পন্সর চুক্তি, নিবন্ধনভ‚ক্ত আয়, ব্যবসা। সবমিলিয়ে রোনালদোর আয় ১৩৬ মিলিয়ন। রোনালদোর থেকে ৬ মিলিয়ন আয় কম নিয়ে দ্বিতীয় স্থানে মেসি। তৃতীয় স্থানে থাকা এমবাপের আয় ১২০ মিলিয়ন ডলার।