• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মেসিরা আসছে না

প্রকাশিত: মে ৩, ২০২৩, ০৮:৪২ পিএম

মেসিরা আসছে না

ক্রীড়া ডেস্ক


বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২৩ সালে কোথায় কোথায় প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবে আর কোথায় প্রীতি ম্যাচ খেলবে আর একটা সূচী ইন্টারনেটে রয়েছে। সেখানে বিশ্বচ্যাম্পিয়ন দলটি ২০২৬ সালের বিশ্বকাপের জন্য বাছাই পর্বের বেশ কয়েকটি ম্যাচ খেলবে। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে জুনে দুটো প্রীতি ম্যাচে অংশ নেবে। দুটো ম্যাচই তারা নিজ দেশের বাইরে খেলবে। একটিতে তাদের প্রতিপক্ষ হিসেবে দেখা যাচ্ছে ইন্দোনেশিয়ার নাম, অন্যটিকে প্রতিপক্ষ ক্যামেরুন। ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলা ম্যাচটি ইন্দোনেশিয়াতে হবে। আর ক্যামেরুনের ম্যাচটি হওয়ার হওয়ার কথা ঢাকায়। কিন্তু বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য বাফুফে হতাশার সংবাদ উপহার দিয়েছেন। মেসিরা ঢাকায় আসছেন না।

মেসিরা ঢাকায় আসছেন না- এটা মেসিরা বা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন জানায়নি। ফুটবলপ্রেমীদের জন্য হতাশার খবরটি দিয়েছে বাফুফে। বাংলাদেশের ফুটবল সংস্থাটি এরই মধ্যে ম্যাচটি আয়োজন না করার কথা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে (এএফএ) জানিয়ে দিয়েছে। তবে এএফএ এখনো এব্যাপারে কিছুই জানায়নি। এমনকি আর্জেন্টিনার সংবাদ মাধ্যমে এ ব্যাপারে কোনো খবরও আসেনি।
বহু কাঙ্খিত এই ম্যাচটি আয়োজন না করতে পারা প্রসঙ্গে বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন জানিয়েছেন, ‘ম্যাচটি আয়োজনে উভয়পক্ষ একটি চুক্তি করার পর্যায়ে ছিলাম। আমাদের স্টেডিয়ামে সংস্কার কাজ চলমান। এ অবস্থায় বিশ্ব চ্যাম্পিয়নদের আনা সম্ভব হচ্ছে না।’

মূলত মেসিরা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর জানুয়ারির দিকে বাফুফে তাদের ঢাকায় আনতে চেষ্টা করেছিল। তখনও স্টেডিয়ামে সংস্কার কাজ চলছিল। জুনের মধ্যে স্টেডিয়াম পুরোপুরি প্রস্তুত সম্ভব না জেনেও বাফুফে মেসিদের আনার চেষ্টা সম্পর্কে কাজী সালাউদ্দিন বলেন, ‘আমরা চেয়েছিলাম মেসিরা তাদের প্রথম অ্যাওয়ে ম্যাচ বাংলাদেশে খেলুক। এ ব্যাপারে দুই দেশ যথেষ্ঠ আগ্রহী ছিল। কিন্তু স্টেডিয়াম প্রস্তুত না হওয়ায় তা সম্ভব হচ্ছে না। স্টেডিয়াম সংস্কার কাজ ক্রীড়া মন্ত্রণালয় ও ক্রীড়া পরিষদ করছে। কাজ শেষ করতে আরো সময় দরকার বলে তারা জানিয়েছে।’
 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ