
প্রকাশিত: মে ৩, ২০২৩, ০৬:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
কোচের অনুমতি না নিয়ে সৌদি আরবে যাওয়ায় দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ হয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এবার সামনে এসেছে ভিন্ন খবর। শুধু নিষেধাজ্ঞা দিয়েই বসে থাকেনি পিএসজি, মেসির সঙ্গে আর চুক্তি করবে না বলেও জানিয়েছে ক্লাবটি। খবর রয়টার্স।
গত ৩০ এপ্রিল লরিয়েন্টের বিপক্ষে ৩-১ গোলে হেরে যায় পিএসজি। এরপরেই কোচ ক্রিস্তোফ গালতিয়ের ও ক্রীড়া উপদেষ্টা লুইস কাম্পোসের অনুমতি ছাড়াই সৌদি আরবে যান মেসি। তাতে পিএসজির সঙ্গে মেসির সম্পর্কের অবনতির ঈঙ্গিত এসেছিল। এবার বিষয়টি পরিষ্কার হয়ে করে দিল পিএসজি।
রয়টার্স ফরাসি সংবাদমাধ্যম লে’কিপের বরাত দিয়ে জানিয়েছে, ক্লাবের নিয়ম না মেনে সৌদি আরবে যাওয়ায় মেসির সঙ্গে আর চুক্তি করবে না পিএসজি। একইসঙ্গে দুই সপ্তোহের নিষেধাজ্ঞা ও বেতনবিহীন থাকতে হবে আর্জেন্টাইন তারকাকে।
নিষেধাজ্ঞার ফলে লিগ ওয়ানে ট্রয়েস এবং অ্যাজাসিও বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না মেসি। আগামী ২১ মে অঁজের বিরুদ্ধে ম্যাচ দিয়ে মাঠে নামার যোগ্যতা অর্জন করবেন বিশ্বকাপজয়ী তারকা। এরপরে ৩ জুন পর্যন্ত পিএসজির সঙ্গেই থাকবেন মেসি।
২০২১ সালে বার্সেলোনা থেকে দুই বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন মেসি। তবে সেই চুক্তিতে একটি ‘ঐচ্ছিক’ ধারা ছিল। যেখানে তৃতীয় বছরেও পিএসজিতে থাকার বিষয়টি বলা হয়েছিল। তবে মেসির সৌদি ভ্রমণের কারণে সেই ‘ঐচ্ছিক’ ধারা থেকে সরে এসেছে ক্লাবটি।
জেকেএস/