• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছেন লিটন দাস

প্রকাশিত: মে ৩, ২০২৩, ০৪:৪৫ পিএম

ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছেন লিটন দাস

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগেই দুই বহর দেশ ছেড়েছিল। এর মধ্যে প্রথম বহর ইংল্যান্ডের চেমসফোর্ডে পৌঁছায় গত সোমবার (০১ মে)। আর দ্বিতীয় বহর পৌঁছায় মঙ্গলবার (০২ মে)। এই দুই বহরের সঙ্গে ছিলেন না সদ্য আইপিএল থেকে দেশে ফেরত আসা লিটন দাস। তবে মঙ্গলবার দিবাগত রাতে একাই দেশ ছেড়েছেন তিনি।

নিজের ফেসবুক পেইজে একটি ছবি পোস্ট করে দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন লিটন। সেই ছবির ক্যাপশনে লিটন লেখেন, ‘ইংল্যান্ডে যাচ্ছি, আমাকে আপনার প্রার্থণায় রাখবেন।’

এদিকে মঙ্গলবার দিল্লির হয়ে শেষ ম্যাচ খেলার সুযোগ পাননি মুস্তাফিজ। ফলে তিনি বুধবার (০৩ মে) কিংবা বৃহস্পতিবার (০৪ মে) দেশে ফিরবেন। দেশের ফেরার পরই মুস্তাফিজ বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনের প্রধান জালাল ইউনুস আর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে দেশ ছাড়বেন তিনি।

May be an image of 1 person

এদিকে সাকিব আল হাসান পরিবারের সঙ্গে ছুটি কাটাতে এখন রয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে দলের সঙ্গে সরাসরি যোগ দেবেন দেশসেরা এই অলরাউন্ডার। তবে কবে নাগাদ দলের সঙ্গে যোগ দেবেন তিনি, তা নিশ্চিত করে জানা যায়নি।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত। আগামী ৯ মে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। বাকি দুই ম্যাচ হবে ১২ ও ১৪ মে।

এরই মধ্যে আইসিসির ওয়ানডে সুপার লিগ শেষ হবে বাংলাদেশের। এই সুপার লিগের সেরা ৮ দল খেলবে চলতি বছরে ভারতে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপে। যেখানে ইতোমধ্যেই বাংলাদেশ নিজেদের জায়গা পাকা করে ফেলেছে।

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ