• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শিরোপার আরো কাছে বার্সেলোনা

প্রকাশিত: মে ৩, ২০২৩, ০২:২৫ পিএম

শিরোপার আরো কাছে বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক

বড় কোনো অঘটন না ঘটলে সাতাশতম লিগ শিরোপা জয়োৎসব এখন করতেই পারে বার্সেলোনা। মঙ্গলবার রাতে ওসাসুনাকে হারিয়ে শিরোপা জয়ের পথে তারা আরো এক ধাপ এগিয়ে গেছে দলটি। ক্যাম্প ন্যুতে অনষ্ঠিত ম্যাচে তারা ১-০ গোলে জয় পেয়েছে। বদলি খেলোয়াড় জর্দি আলবা ৮৫ মিনিটে একমাত্র গোলটি করেন।

এ জয়ের ফলে ৩৩ ম্যাচ থেকে বার্সেলোনার সংগ্রহ ৮২ পয়েন্ট। এখনো লিগ শেষ হতে তাদেরকে পাঁচটি ম্যাচ খেলতে হবে। কিন্তু দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ অনেক পেছনে থাকায় এই পাঁচ ম্যাচ থেকে মাত্র চার পয়েন্ট পেলেই আরো একবার শিরোপা জয়ের উৎসবে মেতে উঠতে পারবে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ বর্তমানে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ফলে তাদের আর এবার চ্যাম্পিয়ন হওয়াটা খুবই কঠিন। কেননা পরের সব ম্যাচেই তারা পুরো পয়েন্ট পেলেও ৮৬ পয়েন্টের বেশি পাওয়া সম্ভব নয়। পাশাপাশি তাদেরকে দ্বিতীয় স্থানে থাকার জন্য জোর লড়াই করতে হচ্ছে। কেননা ৬৬ পয়েন্ট নিয়ে অ্যাতলেতিকো মাদ্রিদ রয়েছে তৃতীয় স্থানে। 

এ ম্যাচের জয়ে বার্সেলোনা যথেষ্ঠ ভাগ্যের ছোঁয়া পেয়েছে। একে তো ওসাসুনা মধ্যম সারির দল। তারপরও দলটিকে সিংহভাগ সময় একজন কম নিয়ে খেলতে হয়েছে। পেদ্রিকে ফাউল করায় ওসাসুনা ডিফেন্ডার জর্জ হানান্দোকে রেফারি লাল কার্ড দেখান। তারপরও বার্সেলোনা সবেধন একমাত্র গোলটি তুলে আনতে যথেষ্ঠ ঘাম ঝড়াতে হয়েছে।

ম্যাচ শেষে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বলেন, ‘আমাদের জন্য এ জয় খুবই গুরুত্বপূর্ণ। কেননা ম্যাচে প্রতিপক্ষ আমাদেরকে যথেষ্ঠ ভুগিয়েছে। আমরা বেশ কিছু সুযোগও নষ্ট করেছি। অবশেষে আলবার গোল। যাহোক এ জয় আমাদেরকে শিরোপার অনেক কাছাকাছি নিয়ে এসেছে। আমরা যোগ্য দল হিসেবে জয় পেয়েছি।’
 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ