• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পাকিস্তানকে বাদ দিয়ে পাঁচ জাতি টুর্নামেন্ট!

প্রকাশিত: মে ২, ২০২৩, ০৯:৫৫ পিএম

পাকিস্তানকে বাদ দিয়ে পাঁচ জাতি টুর্নামেন্ট!

ক্রীড়া ডেস্ক

সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ মাঠে গড়াবে। কিন্তু ভারত-পাকিস্তন দ্ব›েদ্ব এশিয়া কাপের লড়াই বাস্তবে রূপ নাও নিতে পারে। এমন এক আশঙ্কা তৈরি হয়েছে। এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। কিন্তু রাজনৈতিক দ্ব›েদ্বর কারণে ভারত পাকিস্তানে খেলতে যেতে ইচ্ছুক নয়। অন্যদিকে পাকিস্তান নিজ দেশের বাইরে খেলতে ইচ্ছুক নয়।

ভারত-পাকিস্তান দ্ব›েদ্ব পাকিস্তানকে বিপদে ফেলতে এশিয়া কাপে না খেলার পরিকল্পনা করছে ভারত। শুধু তাই নয়, এশিয়া কাপের পরিবর্তে একটি পাঁচদলীয় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে দেশটি। পাকিস্তানকে বাদ দিয়েই তারা টুর্নামেন্টটি করতে চায়।

পাকিস্তান অবশ্য ভিন্ন ফরম্যাটে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব করেছে। তারা নিজেদের খেলাগুলো নিজেদের মাঠে খেলতে চায়। অন্য খেলাগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাব দিয়েছে তারা। অন্যদিকে ভারত টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে চায়। কেননা সেখানে ভালো মানের তিনটি মাঠ রয়েছে। 

সময় বলে দেবে এশিয়া কাপ হবে কি হবে না। তবে ভারতীয় গণমাধ্যমে পাকিস্তানকে বাদ দিয়ে পাঁচজাতি টুর্নামেন্টের খবর প্রকাশ হয়েছে। তবে এসিসি এমন দাবি উড়িয়ে দিয়েছে। তারা জানিয়েছে, এমন কোনো প্রস্তাব সদস্য দেলগুলোতে পাঠানো হয়নি। 
 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ