• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
এশিয়া কাপ ক্রিকেট

নেপালের প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান

প্রকাশিত: মে ২, ২০২৩, ০৮:২৪ পিএম

নেপালের প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

হিমালয়ের কন্যা খ্যাত নেপালের ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ হতে যাচ্ছে। প্রথমবারের মতো এশিয়া কাপ ক্রিকেটে খেলতে যাচ্ছে দেশটি। এসিসি প্রিমিয়ার কাপ জয় করে তারা এশিয়া কাপে খেলা নিশ্চিত করেছে।

মঙ্গলবার এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নেপাল। এই শিরোপা জয় তাদেরকে এশিয়া কাপের মূলপর্বে খেলার টিকিট নিশ্চিত করে।

মূলত সোমবার এসিসি প্রিমিয়ার কাপের ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ রিজার্ভ ডেতে গড়ায়। কীর্তিপুরের ত্রিভুবন ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আরব আমিরাতকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় নেপাল।  বাঁহাতি স্পিনার ললিত রাজবংশির ঘূর্ণিতে ৩৩.১ ওভারে ১১৭ রানেই অলআউট হয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। 

দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন আসিফ খান। বাকিরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি। রাজবংশি মাত্র ১৪ রান খরচায় একাই নেন ৪টি উইকেট। দুটি করে উইকেট শিকার সন্দ্বীপ লামিচানে ও করন ছেত্রীর।
জবাবে ২২ রানে ৩ উইকেট হারালেও গুলশান ঝা ও ভিম শারকির দায়িত্বশীল ব্যাটিংয়ে ১১৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় নেপাল। গুলশান ৬৭ আর ভিম ৩৬ রানে অপরাজিত থাকেন।

এশিয়া কাপে নেপাল ‍‍`এ‍‍` গ্রুপে খেলবে। গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। ফলে প্রথম আসরেই কঠিন পরীক্ষায় পড়তে যাচ্ছে এশিয়া কাপে আসা নতুন দলটি। অন্যদিকে ‍‍`বি‍‍` গ্রুপে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা আর আফগানিস্তান।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ