• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

হঠাৎ সপরিবারে সৌদিতে মেসি

প্রকাশিত: মে ২, ২০২৩, ০৮:০০ পিএম

হঠাৎ সপরিবারে সৌদিতে মেসি

ক্রীড়া ডেস্ক

ক্লাব ফুটবলে সময়টা ভালো যাচ্ছে না লিওনেল মেসির। পিএসজির হয়ে সর্বশেষ ম্যাচেও হেরেছেন তিনি। ভবিষ্যত ঠিকানাও জানা নেই তার। তারপরও দারুণ ফুরফুরে মেজাজে রয়েছেন আর্জেন্টিনার এই অধিনায়ক। কয়েক মাস আগে একজন ফুটবলারের সবচেয়ে কাঙ্খিত ট্রফি বিশ^কাপ জয়ে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। তাইতো ক্লাব ফুটবলে বাজে অবস্থা আর ভবিষ্যত অজানা থাকলেও সপরিবারে উড়ে বেড়াচ্ছেন ফুটবল নায়ক। সপরিবারে উড়ে গেছেন সৌদি আরবে।

এশিয়ার দেশটিতে তার এই সফর গুজবের ডালপালা রকেটের গতি ছড়াচ্ছে। তাহলে মেসি কি পিএসজি ছাড়ছেন? সৌদি আরবের কোনো ক্লাবকে ভবিষ্যত ঠিকানা করছেন- এমন সব গুজব উড়ে বেড়াচ্ছে। তবে বিষয়টি এমন কিছু নয়। মেসি সৌদি আরবের পর্যটন দূত। তারই অংশ হিসেবে সৌদি আরব সফর করছেন বিশ^কাপ জয়ী এই অধিনায়ক। এ ব্যাপারে সৌদি আরবের পর্যটনমন্ত্রী টুইটারে জানিয়েছেন, ‘আমি অত্যন্ত খুশির সঙ্গে সৌদি আরবের পর্যটনদূত মেসি ও তার পরিবারকে সৌদি আরবে স্বাগত জানাচ্ছি।’

কয়েকদিন আগে মেসি সৌদি আরবে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এটিও ছিল পর্যটন নিয়ে মেসির প্রচারণার অংশ। ২০২২ সালেও সৌদি আরব সফর করেছিলেন মেসি।
 

আর্কাইভ