• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

প্রীতি বিপাকে পড়েছিলেন পাঞ্জাবের খেলোয়াড়দের অতিভোজনে

প্রকাশিত: মে ১, ২০২৩, ০৭:১৫ পিএম

প্রীতি বিপাকে পড়েছিলেন পাঞ্জাবের খেলোয়াড়দের অতিভোজনে

ক্রীড়া ডেস্ক

২০০৯ আইপিএলের আসর বসেছিল দক্ষিণ আফ্রিকায়। সেবার মৌসুমটা ভালো কাটছিল না পাঞ্জাব কিংসের। একের পর এক ম্যাচ হেরেই চলছিল ফ্র্যাঞ্চাইজিটি। দলকে প্রেরণা দিতে পাঞ্জাবের মালিক বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা এক প্রতিশ্রুতি দিয়ে বসেন।

পরের ম্যাচটি জিতলে তিনি নিজের হাতে রান্না করে খেলোয়াড়দের খাওয়াবেন। কিন্তু তার পরের পরিস্থিতি যে কি হতে পারে তা কথা দেওয়ার সময় হয়তো ভেবে দেখেননি প্রীতি। 

দলের মালিকের এমন ঘোষণার পরের ম্যাচেই জয় পায় পাঞ্জাব। তারপর প্রীতির কথা মত তার কাছে আলু পরোটা খাওয়ার দাবি জানায় ক্রিকেটাররা। প্রীতি খুশি মনে খাবার তৈরির কাজ শুরু করলেও পরে বুঝতে পেরেছিলেন কত বড় ভুল করেছেন তিনি। গুণে গুণে তাকে সেদিন ১২০টি আলু পরোটা বানাতে হয়েছিল।

dhakapost

প্রীতি সেই স্মৃতি মনে করে বলেছেন, ‍‍`ছেলেরা যে কতটা খেতে পারে সেদিন আমি বুঝতে পেরেছিলাম। মোট ১২০টি আলু পরোটা আমাকে বানাতে হয়েছিল।‍‍` 

সাক্ষাৎকার শেষে মজা করেই তিনি বলেন, ‍‍`এরপর থেকে আমি নিজেই আলুর পরোটা তৈরি করা বন্ধ করে দিয়েছি।‍‍` 

উল্লেখ্য, চলতি আসরে প্লে-অফের দৌড়ে টিকে আছে পাঞ্জাব। সর্বশেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে টেবিলের পাঁচে আছে তারা। 

 

বিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ