• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
মেয়েদের অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপ বাছাই

সিঙ্গাপুরকে হারিয়ে বাছাইয়ের পরের ধাপে বাংলাদেশ

প্রকাশিত: মে ১, ২০২৩, ০৩:৪১ এএম

সিঙ্গাপুরকে হারিয়ে বাছাইয়ের পরের ধাপে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

এএফসি অনূর্ধ্ব-১৭ ওমেন্স এশিয়ান কাপ বাছাইপর্বে স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। আর তাতেই বাছাইপর্বের দ্বিতীয় ধাপে খেলা নিশ্চিত করেছে  গোলাম রব্বানি ছোটনের দল। ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি করেন জোড়া গোল। অপর গোলটি করেন আরেক ফরোয়ার্ড সুলতানা আক্তার।

‘ডি’ গ্রুপ সেরা হয়ে বাছাইয়ের প্রথম ধাপ অতিক্রম করল লাল-সবুজের দল। দুই ম্যাচের সবকটিকে জেতা বাংলাদেশের পয়েন্ট ৬। এক জয় ও এক হারে ৩ পয়েন্ট সিঙ্গাপুরের। সব ম্যাচ হেরে পয়েন্টের দেখাই পায়নি তুর্কমেনিস্তান।

নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে হারিয়েছিল বাঘিনীরা। একইদলকে ৭-০ ব্যবধানে হারায় সিঙ্গাপুর। এতে গোল ব্যবধানে বাংলাদেশ থেকে এগিয়ে ছিল স্বাগতিকরা। ফলে বাছাইয়ের প্রথমধাপ পেরোতে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের জয়ের বিকল্প ছিল না।

রোববার সিঙ্গাপুরের জালান বিসার স্টেডিয়ামে হওয়া ম্যাচের ২১ মিনিটের মাথায় পেনাল্টি কিক থেকে চ্ছে গোলাম রাব্বানি ছোটনের দলকে এগিয়ে দেন প্রীতি। বিরতির পর আবারো পেমাল্টি কিক পায় বাংলাদেশ। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে প্রীতি দ্বিতীয় গোলের দেখা পান।

৬২ মিনিটের মাথায় সিঙ্গাপুরের কফিনে শেষ পেরেক ঠোকার কাজটি করেন সুলতানা। বাকি সময়ে আর গোলের দেখা না পেলেও তিন গোলের লিড ধরে রেখেই জয়ের আনন্দে ভাসে লাল-সবুজের দল।

 

বিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ